ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পুলিশের ওপর হামলা

খুলনায় মেয়রসহ বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

প্রকাশিত: ০৬:৫৮, ১২ জুন ২০১৫

খুলনায় মেয়রসহ বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে চার্জশীট

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পুলিশের ওপর হামলা, বিস্ফোরণ ও গাড়ি ভাংচুরের মাধ্যমে জনমনে আতঙ্কসৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে খুলনা থানায় দায়েরকৃত পৃথক দু’টি মামলায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ ২০ দলীয় জোটের ৫৬ নেতাকর্মীর নাম উল্লেখসহ ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। খুলনা সদর থানার এসআই তাপস পাল গত ৩১ মে খুলনার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ৪ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন নগরীর পিটিআই মোড়ে একটি ইজিবাইকে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানার এসআই রবিউল ইসলাম তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। এই অভিযোগপত্র দাখিলের কথা বৃহস্পতিবার প্রথম জানতে পারেন বিএনপি নেতাকর্মীরা। এর আগে গত ৩০ এপ্রিল সদর থানায় দায়ের করা পৃথক আরেকটি মামলায় সিটি মেয়র মনিরুজ্জামান মনি, নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আযমসহ ৪০ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। এটিও দীর্ঘদিন ধরে গোপন রাখা হয়েছিল। খুলনা থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, ৫ জানুয়ারি নির্বাচনের আগে খুলনার বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। এর মধ্যে ২৬ নবেম্বর সকাল ১০টার দিকে নগরীর পাওয়ার হাউস মোড়ে পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় সদর থানার এসআই অনুকুল চন্দ্র বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০০/২৫০ জনকে আসামি করে মামলা করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় এস আই মোশতাক আহমেদকে। তিনি আরও জানান, নির্বাচনের আগের দিন ৪ জানুয়ারি পিটিআই মোড়ে ইজিবাইক পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় রবিউল ইসলাম বাদী হয়ে ১৬ জনকে আসামি করে মামলা করেন। এই মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই তাপস পাল। বর্তমানে দুই মামলার অধিকাংশ আসামি উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।
×