ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাজেটের সমালোচনা না করে কাজ করাই শ্রেয়

প্রকাশিত: ০৪:৩৪, ১২ জুন ২০১৫

বাজেটের সমালোচনা না করে কাজ করাই শ্রেয়

বাজেট নিয়ে সমালোচনা না করে কাজ করাই শ্রেয় বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক। বৃহস্পতিবার দুপুরে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে গারটেক্স শো ২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ইমাজ উদ্দিন বলেন, বিশ্বের অনেক উন্নত দেশেই ঘাটতি বাজেট রয়েছে। এতে মন খারাপের কিছু নেই। গণতান্ত্রিক দেশে কেউ সমালোচনা করতেই পারেন। কিন্তু সমালোচনা না করে কাজ করাই শ্রেয়। এ সময় বিজিএপিএমইএর সভাপতি রাফেজ আলম চৌধুরী বলেন, বাজেটে উৎস কর এক শতাংশ বাড়ানো কখনই যুক্তিসঙ্গত হবে না। পৃথিবীর পোশাকের মোট বাজারে রফতানিতে বাংলাদেশ দ্বিতীয় হলেও তা চীনের তুলনায় খুব কম। -অর্থনৈতিক রিপোর্টার খুলে দেয়া হলো চতুর্থ সীমান্ত হাট খুলে দেয়া হলো দেশের চতুর্থ ও ত্রিপুরা রাজ্যে দ্বিতীয় সীমান্ত হাট কসবা সীমান্ত হাট। গত ৬ জুন দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক উদ্বোধনের পর বৃহস্পতিবার দুপুর থেকে খুলে দেওয়া হলো ওই সীমান্তের কমলা সাগরদীঘির উত্তরপাড়ের ২০৩৯ নম্বর পিলার সংলগ্ন তারাপুর এলাকার বর্ডার হাট। ত্রিপুরার সিপাহীজলা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিদ্যুত প্রজ্বলনের মধ্য দিয়ে কমলাসাগর-তারাপুর হাটের প্রথম হাটবারের শুভসূচনা করা হয়। বাংলাদেশের ৬৯ দশমিক ৬৬ শতাংশ ও ভারতের ৬৯ দশমিক ৬৬ শতাংশ জমিতে ৩০টি করে ৬০টি দোকানঘর নির্মাণ করা হয়। সীমান্ত হাটে বাংলাদেশের ৩০ জন ও ভারতের ৩০ জন ব্যবসায়ী নির্ধারিত পণ্য বিক্রি করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এ হাটের কার্যক্রম চলবে। -অর্থনৈতিক রিপোর্টার
×