ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাজপেয়ীর পরিবারের কাছে বাংলাদেশের সম্মাননা হস্তান্তর মোদির

প্রকাশিত: ০৪:১৪, ১২ জুন ২০১৫

বাজপেয়ীর পরিবারের কাছে বাংলাদেশের সম্মাননা হস্তান্তর মোদির

ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর পরিবারের সদস্যদের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পরিবারের সদস্য রঞ্জন ভট্টাচার্য, নমিতা ভট্টাচার্য ও নীহারিকা ভট্টাচার্যের কাছে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ হস্তান্তর করেন। এ সময়ে পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী সুষমা স্বরাজ উপস্থিত ছিলেন। মোদি ঢাকায় বঙ্গভবনে ৭ জুন আয়োজিত এক অনুষ্ঠানে বাজপেয়ীর পক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছ থেকে এ সম্মাননা গ্রহণ করেন। বাজপেয়ী অসুস্থতার কারণে বাংলাদেশে এসে পুরস্কারটি গ্রহণ করতে পারেননি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সমর্থন দেয়ায় বাজপেয়ীকে এ সম্মাননা দেয় বাংলাদেশ। তখন বাজপেয়ী লোকসভার সদস্য ছিলেন। - বাসস হারিয়েও সংকেত দেবে নিউইয়র্কের গ্যাজেট নির্মাণ সংস্থা দাভেক ‘দাভেক এ্যালার্ট আমব্রেলা’ নামে এমন এক ছাতা বানিয়েছে, যেটি হারিয়ে গেলেও মোবাইলে সিগন্যাল দেবে। এতে রয়েছে মোশন সেন্সর ও ব্লুটুথ। এ্যানড্রয়েড ও আইওএস অপারেটিংয়ের এ্যাপ্লিকেশনের সঙ্গে সংযুক্ত থাকবে এটি। তবে এ্যালার্ট পাওয়ার জন্য ছাতার ভেতরে ‘ওয়েক আপ’ এ্যাপ চালু করে রাখতে হবে। - ওয়েবসাইট ‘দ্য ম্যান অব গোল্ডেন আর্ম’ ৭৮ বছরের জেমস হ্যারিসনকে অস্ট্রেলিয়ার মানুষ ‘দ্য ম্যান অব গোল্ডেন আর্ম’ নামেই চেনে। কারণ তিনি এক হাজার বারের বেশি রক্ত দিয়েছেন। তার রক্তেই প্রাণ বেঁচেছে ২ লাখেরও বেশি শিশুর। তার রক্ত দিয়ে তৈরি হয় আরএইচডি নামের টিকা। ‘রেসাস’ রোগে আক্রান্ত মায়ের ভ্রƒণ ভূমিষ্ঠ হওয়ার আগে গর্ভেই মারা যায়। আর ভূমিষ্ঠ হওয়া শিশুরা হয় বিকলাঙ্গ। এই রোগ প্রতিরোধ করতে এই টিকা ব্যবহার করা হয়। অস্ট্রেলিয়াই প্রথম এই টিকা আবিষ্কার করে। -জিনিউজ
×