ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু মেডিক্যালে রিহ্যাবিলিটেশন মেডিসিন ওয়ার্ড চালু

প্রকাশিত: ০৪:১২, ১২ জুন ২০১৫

বঙ্গবন্ধু মেডিক্যালে রিহ্যাবিলিটেশন মেডিসিন ওয়ার্ড চালু

স্টাফ রিপোর্টার ॥ রিহ্যাবিলিটেশন মেডিসিন ওয়ার্ড চালু করেছে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ওয়ার্ডে শয্যা সংখ্যা থাকবে ১৮টি। এখানে রিউমাটোলজি, আর্থাইটিস, প্যারালাইজড, ঘাড়ে ব্যথা, কোমড়ে ব্যথাসহ সংশ্লিষ্ট বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীরা ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান এ ওয়ার্ডের উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন এ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জুলফিকার রহমান খান। সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ মঈনুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডীন অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল অনুষদের ডীন অধ্যাপক ডাঃ মোঃ আলী আজগর মোড়ল, প্রিভেনটিভ এ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডীন অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার ডাঃ মোঃ আসাদুল ইসলাম, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম আফজাল হোসেন, নিউরো মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল করিম খান, গ্যাস্ট্রোএন্ট্রারোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এএসএমএ রায়হান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল (অব) মোঃ আব্দুল মজিদ ভূঁইয়া, হেমাটোলজি বিভাগের অধ্যাপক ডাঃ মাসুদা বেগম প্রমুখ।
×