ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাকা ও সিলেট ফাইনালে

প্রকাশিত: ০৭:২১, ১১ জুন ২০১৫

ঢাকা ও সিলেট ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ কাবাডি স্টেডিয়ামে চলমান ‘মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্বের বুধবারের খেলায় সিলেট জেলা ২ লোনাসহ ২৯-২৬ পয়েন্টে ঢাকা জেলাকে, কুমিল্লা জেলা ৩ লোনাসহ ৪১-৪০ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে, টাঙ্গাইল জেলা ২ লোনাসহ ৩০-১৭ পয়েন্টে যশোর জেলাকে হারায়। দিনাজপুর জেলা ও রাজশাহী জেলার ম্যাচটি ৯-৯ পয়েন্টে ড্র হয়। প্রথম সেমিফাইনালে সিলেট জেলা ২ লোনাসহ ৩২-১৬ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে এবং দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা জেলা ২১-১৭ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মহিলা হ্যান্ডবলে চ্যাম্পিয়ন মেরিনার স্পোর্টস রিপোর্টার ॥ ‘কিউট মহিলা হ্যান্ডবল লীগ’ শেষ হয়েছে বুধবার। শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ফোরের শেষ খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ২৮-১৮ গোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে হারায়। বিজয়ী দল প্রথমার্ধে ১৫-১০ গোলে এগিয়ে ছিল। মেরিনারের পক্ষে গুরমিল ১৪ ও সানজিদা ৭ এবং মোহামেডানের পক্ষে ডালিয়া ও নিশি যথাক্রমে ৭টি করে গোল করেন। সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে মেরিনার চ্যাম্পিয়ন এবং ৬ পয়েন্ট পেয়ে মোহামেডান রানার্সআপ হয়। চ্যাম্পিয়ন দলের ভারতীয় হ্যান্ডবলার গুরমিল সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি এ কে এম নূরুল ফজল বুলবুলের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (স্পেশাল ব্রাঞ্চ) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।
×