ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে গোল্ডেন সন

প্রকাশিত: ০৭:০৭, ১১ জুন ২০১৫

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে গোল্ডেন সন

গোল্ডেন সন ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৩তম কমিশন সভায় মার্জিন ঋণধারীদের লভ্যাংশ সরাসরি তাদের এ্যাকাউন্টে না পাঠানোর নির্দেশনা জারি করা হয়। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে কোম্পানিটি ব্রোকারেজ হাউসের কাছ থেকে মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে। আর যে বিনিয়োগকারীরা নগদ লভ্যাংশের যোগ্য, তাদের ২১ জুনের মধ্যে কোম্পানির শেয়ার অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। শেয়ার অফিসের ঠিকানা- ৮০৮, পল্টন টাওয়ার (অষ্টম ফ্লোর), ৮৭ পুরানা পল্টন লেন। এছাড়া সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে ব্যাংক হিসাবের নাম, নম্বর ও রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার অকারণে দর বাড়ছে ইউনাইটেড এয়ারের ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই মঙ্গলবার নোটিস পাঠায়। এর জবাবে বুধবারে কোম্পানিটি জানায়, কোন রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ কার্যদিবসে মাত্র ৫ দিন শেয়ারটির দর কমেছে। এ সময়ে শেয়ারটির দর ৭ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ২০ পয়সা পর্যন্ত হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে প্রায় ২ টাকা ৩৬ পয়সা বা ৩৭ দশমিক ৮৪ শতাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×