ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিন্টু চন্দ্র সরকার

ফুটপাথ তুমি কার?

প্রকাশিত: ০৪:২৪, ১১ জুন ২০১৫

ফুটপাথ তুমি কার?

ফুটপাথ দিয়ে হাঁটতে গিয়ে যখন নানা সমস্যায় পড়তে হয়, তখন সত্যিই মনে প্রশ্ন জাগে, ফুটপাথ তুমি আসলেই কার? হকারদের দখলে থাকায় হাঁটার বিন্দুমাত্র জায়গাও থাকে না। তার ওপর রাস্তার ওপর অটোরিক্সা, সিএনজিগুলো দাঁড় করিয়ে যাত্রী নেয়ার কারণে সৃষ্টি হয় যানজট, বিপাকে পড়তে হয় আমাদের। এছাড়াও ফুটপাথে শরবতের দোকান, ফলের দোকানসহ নানা ব্যবসার ছড়াছড়ি। যে যেভাবে পারছে ফুটপাথ দখল করে নিজেদের মতো করে ব্যবহার করছে, আর পথচারীরা পড়ছে বিপদে। যদিও কখনও উচ্ছেদ অভিযান চালানো হয়, ফলটা দাঁড়ায় এমন যে, সকালে উচ্ছেদ করা হয় বিকেলে আবার তা পূর্বের অবস্থায় ফিরে যায়। যদি হকারদের একটা স্থায়ী ব্যবস্থা করে দেয় প্রশাসন, তবে হয়ত ফুটপাথ তাদের দখলে থাকত না। আর আমরাও এত সমস্যায় পড়তাম না। প্রশাসন মনে করে ফুটপাথ উচ্ছেদ করা পর্যন্তই তাদের দায়িত্ব শেষ। আর আমরা মনে করি, যতদিন হকারদের কোন স্থায়ী বন্দোবস্ত না করা হয় ততদিন আমাদের ভোগান্তিও কমবে না। রামঘাট, কুমিল্লা থেকে
×