ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পুঁজিবাজারে সূচকের সঙ্গে লেনদেন কমেছে

প্রকাশিত: ০৫:০৮, ১০ জুন ২০১৫

পুঁজিবাজারে সূচকের সঙ্গে  লেনদেন কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও পতনের ধারা অব্যাহত রয়েছে দেশের পুঁজিবাজারে। বিনিয়োগকারীদের দ্রুত মুনাফা তোলার প্রবণতার কারণে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দিনভর সূচকের ব্যাপক উঠা-নামা ছিল। শেষ পর্যন্ত দিন শেষে মূল্য সূচকের পতনেই লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়ার কারণ কমেছে সার্বিক লেনদেনও। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরও লেনদেন কমতে থাকে। মূলত বড় মূলধনী কোম্পানির দর সংশোধনের ঘটনা ঘটতে থাকে। একই সঙ্গে শেয়ারের ক্রয়াদেশও কমে যায়। দিনশেষে মঙ্গলবার ডিএসইতে ৪৬৭ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১১৮ কোটি ৩৪ লাখ টাকা বা ২০ শতাংশ কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৫৮৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার। ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ার দর। সকালে সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরু হলেও শেষটা ছিল পতন দিয়ে। সারাদিন ওঠানামা শেষে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৫১৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৪ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৮ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো, খুলনা পাওয়ার কোম্পানি, সামিট পাওয়ার, ইউপিজিডিসিএল, বেক্সিমকো ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, এএফসি এ্যাগ্রো, এসিআই ফর্মুলেশন এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। ডিএসইর দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : ইউনাইটেড এয়ার, স্টান্ডার্ড সিরামিক, ইফাদ অটোস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, অলটেক্স, ওরিয়ন ইনফিউশন, এসিআই ফর্মুলেশন, সাইফ পাওয়ার টেক, এক্সিম ১ম মিউচুয়াল ফান্ড ও বার্জার পেইন্টস লিমিটেড। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : পাইওনিয়ার ইন্স্যুরেন্স, আইসিবি ১ম এনআরবি, মডার্ন ডাইং, কে এ্যান্ড কিউ, স্টাইল ক্রাফট, ঢাকা ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, এএফসি এ্যাগ্রো, লাফার্জ সুরমা সিমেন্ট ও প্রাইম আইসিবি ১ম মিউচুয়াল ফান্ড। মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৪৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ার, বেক্সিমকো, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, সামিট পাওয়ার, বিএসআরএম লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট ও খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।
×