ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাতীয় কাবাডি প্রতিযোগিতা

প্রকাশিত: ০৫:০৭, ১০ জুন ২০১৫

জাতীয় কাবাডি প্রতিযোগিতা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতা’- এর ৬ ভেন্যুর আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন দল এবং ঢাকা ভেন্যুর চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলসহ মোট ৮ দলকে নিয়ে মঙ্গলবার থেকে কাবাডি স্টেডিয়ামে শুরু হয়েছে মিজান ফর্টিফাইড পাম অলিন আন্তঃজেলা ও জাতীয় কাবাডি প্রতিযোগিতার আঞ্চলিক পর্বের চূড়ান্ত খেলা। উদ্বোধনী দিনের খেলায় সাতক্ষীরা জেলা ২ লোনাসহ ৩২-১৭ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে, যশোর জেলা ১ লোনাসহ ২৭-২৩ পয়েন্টে কুমিল্লা জেলাকে, সিলেট জেলা ২ লোনাসহ ৩২-১৭ পয়েন্টে রাজশাহী জেলাকে, ঢাকা জেলা ১ লোনাসহ ১৯-১৭ পয়েন্টে দিনাজপুর জেলাকে এবং সিলেট জেলা ১ লোনাসহ ২৭-২৬ পয়েন্টে দিনাজপুর জেলাকে হারায়। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির কো-চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী পারভেজ।
×