ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মেয়র আনিসুল হকের নির্দেশ

প্রকাশিত: ০৫:০২, ১০ জুন ২০১৫

রমজানে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে মেয়র আনিসুল  হকের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন রমজানে বাজারমূল্য স্থিতিশীল রাখতে ও ভেজাল প্রতিরোধে ফরমালিন ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। ডিএনসিসি’র আওতাধীন কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, একটি বাজারেও যদি ফরমালিনযুক্ত খাদ্যদ্রব্য পাই তবে কোন রেহাই নেই। অতএব আগেই সাবধান হয়ে যান। মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মেয়র আনিসুল হক ডিএনসিসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী ও কাউন্সিলরদের এ দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। এছাড়া রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক করতে পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশের সহায়তা কামনা, যত্রতত্র অবৈধ বাজার বসানো বন্ধ করা, রাস্তার উপর ইফতারির দোকান না বসানো, বসালে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন। সভায় মেয়র বলেন, বাজার নিয়ন্ত্রণের জন্য একাধিক মনিটরিং কমিটি গঠন করা হবে। প্রতিটি কমিটিতে ৩ থেকে ৫ জন সদস্য থাকবেন। ওয়ার্ড পর্যায়ে তিনি কাউন্সিলরদের বাজার মনিটরিং করার নির্দেশ দেন। একই সঙ্গে প্রতিটি বাজারে পণ্যের মূল্য তালিকা রাখার এবং তা হালনাগাদ করার নির্দেশ দেন তিনি। এ বিষয়ে ডিএনসিসির সকল কাউন্সিলরকে সবগুলো বাজার কঠোরভাবে তদারকি করার জন্য নির্দেশ দেন মেয়র আনিসুল হক। তিনি বলেন, বাজারে ফরমালিন ও ভেজালমুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করা আমাদের একটি মূল কাজ। আমার নগরীর বাজারগুলোতে ফরমালিনমুক্ত খাদ্যদ্রব্য নিশ্চিত করতে চাই।
×