ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কেজরিওয়াল সরকারের আইনমন্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ০৪:১৭, ১০ জুন ২০১৫

কেজরিওয়াল সরকারের আইনমন্ত্রী গ্রেফতার

দিল্লির রাজ্য সরকারের আইনমন্ত্রী জিতেন্দ্র সিং তোমরের আইনের ডিগ্রীটাই নাকি ভুয়া। বেশকিছু দিন ধরেই এমন অভিযোগ উঠছিল তার বিরুদ্ধে। কংগ্রেস-বিজেপির পাশাপাশি পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেছিল দিল্লির বার কাউন্সিল। এবার দিল্লি পুলিশ গ্রেফতার করল তোমরকে। মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করে হজ খাস থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে সোমবার রাতেই একটি এফআইআর দায়ের করেছিল পুলিশ। তবে আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিংয়ের অভিযোগ, বৈধ কোন নোটিস ছাড়াই তোমরকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে তার প্রশ্ন, ‘‘দিল্লি পুলিশ এবং নরেন্দ্র মোদির সরকার কী করছে? দিল্লির আইনমন্ত্রীকে তারা একজন সাধারণ দুষ্কৃতির মতো গ্রেফতার করল! এটা চাপের রাজনীতি।’’ প্রশাসনিক পরিকাঠামো অনুযায়ী দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায়। এ ঘটনায় ফের দিল্লি ও কেন্দ্রীয় সরকারের বিরোধ প্রকাশ্যে এল, যার মুখ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপ-রাজ্যপাল নজীব জঙ্গ। আনন্দবাজার পত্রিকা।
×