ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সূর্যে প্লট বিক্রি নিয়ে মামলা!

প্রকাশিত: ০৪:১৬, ১০ জুন ২০১৫

সূর্যে প্লট  বিক্রি নিয়ে  মামলা!

স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের ভিগো শহরের মারিয়া দুরান (৫৪) প্রতি বর্গ মিটারের দাম এক ইউরো মূল্যে সূর্যে প্লট বিক্রি করছিলেন। সেইসঙ্গে সৌরশক্তি ব্যবহারকারীদের ওপর বিল আরোপেরও হুমকি দিয়েছিলেন। কিন্তু সূর্যে প্লট বেচাকেনা নিয়ে ই-কমার্স জায়ান্ট ইবের সঙ্গে বিরোধের জের ধরে স্পেনের এক আদালতে মামলাও হয়েছে। খবর এনডিটিভি অনলাইনের। মারিয়া দুরান ২০১০ সাল থেকে সূর্যে একাংশের মালিকানা দাবি করে আসছিলেন। কিন্তু সূর্যের মালিকানা নিয়ে তার হুমকিধমকিতে তখন কোন সমস্যা হয়নি। কিছুদিন পর ব্যবসাবুদ্ধি অনুসারে মারিয়া দুরান নোটারি অফিসে গিয়ে সূর্যের মালিকানা নিজের নামে নিবন্ধন করেন। এর পরপরই ই-কমার্স সাইট ইবে-তে নিজের নামে এ্যাকাউন্ট খুলে সূর্যের প্রতি বর্গমিটার এক ইউরোতে বিক্রি শুরু করেন। দু’বছর পর সূর্যে প্লট বিক্রির ঘটনা টের পেয়ে মারিয়া দুরানের এ্যাকাউন্ট বাতিল করে দেয় ইবে। সূর্যে প্লট বিক্রির ঘটনা সংস্থাটির ‘ইনট্যাঞ্জিবেল প্রপার্টি’ বা ‘অধরা সম্পত্তি’ নীতিমালার লঙ্ঘন বিধায় এই এ্যাকাউন্ট বাতিল করে তারা। কিন্তু এতে ক্ষিপ্ত হয়ে পাল্টা ইবের বিরুদ্ধে মামলা করেন দুরান। স্পেনের একটি আদালত আগামী মাসে এই মামলার শুনানির দিন ধার্য করেছে।
×