ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাগর পথে মালয়েশিয়া যাত্রা

টাঙ্গাইলে নিখোঁজ মানুষদের জন্য হাহাকার

প্রকাশিত: ০৪:০৩, ১০ জুন ২০১৫

টাঙ্গাইলে নিখোঁজ মানুষদের জন্য হাহাকার

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৯ জুন ॥ আব্দুল কুদ্দুসের কোন খোঁজ খবর নেই। আদম দালালচক্র তাকে ভাল চাকরির লোভ দেখিয়ে তিনমাস আগে সাগর পথে মালয়েশিয়া পাঠিয়েছিল। এখন কুদ্দুসের কোন খোঁজ নেই। দিনমজুর পিতা বুদ্দু মিয়া দিনরাত ছেলের অপেক্ষায় আছেন। আর মা সাজেদা বেগম তার ছেলের জন্য বিলাপ ও আহাজারি করছেন। এই পরিবারকে এখন দালালচক্র ভয় দেখিয়ে যাচ্ছে। যাতে পুলিশের কাছে গিয়ে নালিশ করতে না পারে। ভয়ে চুপসে থাকা এ পরিবারটি শোকের চেয়ে এখন জীবনের নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত। এমন এক ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন টাঙ্গাইল সদর উপজেলার পোড়াবাড়ী ইউনিয়নের বাউশাইত গ্রামের বুদ্দু মিয়ার পরিবার। শুধু বুদ্দু মিয়াই এই অবস্থায় দিনযাপন করছেন তা নয়- গোটা যমুনা নদীর চরাঞ্চলের অনেক পরিবারের ছেলে না পাওয়ার বেদনা ঘরে ঘরে মাতম ও আহাজারি চলছে। যমুনার ভাঙ্গনে নিঃস্ব হতদরিদ্র মানুষ প্রতিকার চাইতে দালালচক্রের ভয়ে পুলিশের কাছে পর্যন্ত যেতে সাহস পাচ্ছে না। পুলিশও তাদের জন্য এখন পর্যন্ত এগিয়ে আসেনি। এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ বলছে, সুনির্দিষ্টভাবে কোন অভিযোগ তাদের কাছে আসেনি। যদি কেউ অভিযোগ করতে সাহস নাও পায় তাহলেও গোপনে পুলিশ পাচারকারী দালালদের খুঁজে বের করবে। টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, নিজেদের উদ্যোগে এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। সুনিদিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া মানবপাচারের জন্য গঠিত সিআইডি’র স্পেশাল ইউনিটের সহযোগিতা নেয়া হবে।
×