ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২১ আগস্ট মামলা আরও দুই জনের সাক্ষ্য গ্রহণ

প্রকাশিত: ০৫:৩৬, ৯ জুন ২০১৫

২১ আগস্ট মামলা  আরও দুই জনের  সাক্ষ্য  গ্রহণ

কোর্ট রিপোর্টার ॥ বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আরও ২ জন সাক্ষীর সাক্ষ্য শেষ হয়েছে। আসামিদের অতীত রেকর্ড যাচাইকারী পুলিশের এসআই মোঃ ইব্রাহিম পাটওয়ারী এবং আসামি মাওলানা আবু তাহেরের মোহাম্মদপুরে একটি মসজিদে জুমার নামাজে জিহাদী বক্তব্য প্রদানের প্রত্যক্ষ সাক্ষী শেখ জিল্লুর রহমান ট্রাইব্যুনালে এ সাক্ষ্য দেন। সোমবার ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন তাদের সাক্ষ্য গ্রহণের পর ১০ জুন পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করেছেন। এ নিয়ে মামলাটিতে ১৫০ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হলো। মামলাটিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হলেন এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান। সাক্ষ্য গ্রহণকালে সাবেক মন্ত্রী জামায়াত নেতা আলী আহসান মুহাম্মাদ মুজাহিদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ এ মামলায় কারাগারে আটক আসামিদের আদালতে হাজির করা হয়।
×