ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত: ০৪:৩৪, ৯ জুন ২০১৫

বগুড়ায় রেলের অবৈধ স্থাপনা উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া রেলস্টেশনে অল্পের জন্য দুটি ট্রেন দুর্ঘটনার কবল থেকে রক্ষার পর রেলে তোলপাড় সৃষ্টি হয়েছে। রবিবার দুটি আন্তঃনগর ট্রেন রেলস্টেশন এলাকায় একই লাইনে দুর্ঘটনার আশঙ্কা হয়েছিল। এ ঘটনার প্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ সোমবার বগুড়ায় রেললাইনের দু’পাশের ১ কিলোমিটার এলাকায় অবৈধ অস্থায়ী স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালান হয়। রেল কর্মকর্তারা বলছেন, রেলের সিগন্যাল লাইনের ওপর অস্থায়ী দোকানপাটের কারণে সিগন্যাল লাইনের তার ছেঁড়ায় সঠিক সময় সেটি কাজ করেনি। এছাড়া কারিগরি ত্রুটি ওই পরিস্থিতির জন্য দায়ী কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ৪ সদস্যর একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। উল্লেখ্য, রেললাইনের পাশে অবৈধ স্থাপনাসহ স্টেশন সংলগ্ন স্থানে রেললাইনের ওপর ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে দীর্ঘ ধরেই বগুড়ায় রেল দুর্ঘটনার ঝুঁকি বিরাজ করছে। রেলসূত্র জানায়, রবিবার দুপুর আড়াইটায় সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর ট্রেন দোলনচাঁপা বগুড়া রেলস্টেশনের ২ নং লাইনে অবস্থান করছিল। একই সময় লালমনিরহাট-ঢাকাগামী আন্তঃনগর ট্রেন বগুড়া স্টেশনে ঢোকার মুখে সিগন্যাল সংক্রান্ত সমস্যায় ২নং লাইনে প্রবেশ করে। এতে দুটি ট্রেনেই মুখোমুখি অবস্থানে চলে আসায় আতঙ্ক সৃষ্টি হয়।
×