ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাগেরহাটে ডায়রিয়ার প্রকোপ ॥ মেডিক্যাল টিম গঠন

প্রকাশিত: ০৪:৩১, ৯ জুন ২০১৫

বাগেরহাটে ডায়রিয়ার  প্রকোপ ॥ মেডিক্যাল টিম গঠন

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটে দাবদাহ ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে। প্রতিদিন জেলার প্রত্যন্ত এলাকা থেকে পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছে। গরমে গত ১৫ দিনে বাগেরহাট সদর হাসপাতালে চার শয্যার ওয়ার্ডে জেলার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩ শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে শিশু ও নারীর সংখ্যাই বেশি। সোমবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে গিয়ে এই চিত্র দেখা গেছে। এদিকে ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগ সতর্ক রয়েছে। এজন্য জেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় মোট ৭৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। হাসপাতালে ভর্তি শিশুর স্বজনেরা বলেন, খাবার পানির অভাব ও প্রচ- গরমে বাচ্চার প্রথমে পেটে ব্যথা ও বমি হয়ে পাতলা পায়খানা হয়। তারপর হাসপাতালে নিয়ে আসি। এভাবে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে। বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) মোঃ মাঈন উদ্দিন মোল্লা বলেন, প্রচ- গরম ও বিশুদ্ধ পানির অভাবে ডায়রিয়া হচ্ছে। আগের চেয়ে রোগীর সংখ্যা বাড়ছে। প্রতিদিন ২০ থেকে ২৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি হয়। বাগেরহাট সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তবে ডায়রিয়া ওয়ার্ডে বেড কম থাকায় অনেক সময় হিমশিম খেতে হয়। বাগেরহাট ডেপুটি সিভিল সার্জন ডাঃ এ এফএম রফিকুল হাসান দুপুরে বলেন, দাবদাহ ও দক্ষিণাঞ্চলে লবণাক্ত পানির কারণে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় বাগেরহাট স্বাস্থ্য বিভাগ প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ১টি করে মোট ৭৮টি মেডিকেল টিম গঠন করেছে।
×