ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রকাশিত: ০৪:২৮, ৯ জুন ২০১৫

কুড়িগ্রামে ঘূর্ণিঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘূর্ণিঝড়ের আঘাতে দুটি গ্রামের শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ল-ভ- হয়েছে। দেড় হাজারের মতো মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বাস করছে। এ সময় প্রায় ৩০জন আহত হয়। রবিবার গভীর রাতে ঘূর্ণিঝড় ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকেরছড়া ও সোনাহাট ইউনিয়নের গনাইরকুটি গ্রামসহ বঙ্গ সোনাহাট ব্রিজপাড় এলাকায় পাঁচটি গ্রামে আঘাত হানে। এতে মুহূর্তের মধ্যে মাটিতে মিশে যায় বাড়িঘরসহ দোকানপাট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো গৃহহীন হয়ে পড়েছে। পরিবারগুলোতে খাদ্য সঙ্কট দেখা দিয়েছে।
×