ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝুঁকি নিয়ে ক্লাস

বাগেরহাটে ১২ প্রাথমিক বিদ্যালয়ের মূল ভবন পরিত্যক্ত

প্রকাশিত: ০৪:২৭, ৯ জুন ২০১৫

বাগেরহাটে ১২ প্রাথমিক  বিদ্যালয়ের মূল ভবন  পরিত্যক্ত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের ফকিরহাটে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় বারটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মূলভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। অবকাঠামোগত নানান সমস্যায় জর্জরিত হওয়ায় এ সব বিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। বিষয়টি একাধিকবার উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হলেও দীর্ঘদিনেও সমস্যার কোন সুরাহা হয়নি। পরিত্যক্ত ভবনগুলো দ্রুত সংস্কার ও নির্মাণ করা প্রয়োজন। নতুবা শিক্ষা কার্যক্রম ব্যাহত, শিক্ষার্থীদের দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। এ উপজেলায় ৭৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয় আছে। এর মধ্যে জাতীয়করণসহ সরকারী ৭২টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কমিউনিটি বিদ্যালয় এবং ১টি স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এ সব বিদ্যালয়ে প্রায় কয়েক হাজার শিশু শিক্ষার্থী পড়ালেখা করে। এর মধ্যে ১২টি বিদ্যালয়ের অবস্থা সবচেয়ে শোচনীয়। যার ৬টি বিদ্যালয় সম্পূর্ণ পরিত্যক্ত এবং বাকি ৬টি বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার শিক্ষার্থীরা ক্লাস করছে। শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে একের পর এক নুতন নুতন নানান পদক্ষেপ গ্রহণ করলেও পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ এসব বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে।
×