ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক প্রীতি ফুটবল, উরুগুয়ের গোলবন্যা, ফ্যালকাওয়ের গোলে কলম্বিয়ার জয়

আর্জেন্টিনার বড় জয়ে এ্যাগুয়েরোর হ্যাটট্রিক

প্রকাশিত: ০৬:২৭, ৮ জুন ২০১৫

আর্জেন্টিনার বড় জয়ে এ্যাগুয়েরোর হ্যাটট্রিক

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের জার্সিতে প্রথমবারের মতো হ্যাটট্রিকের দেখা পেয়েছেন সার্জিও এ্যাগুয়েরো। আর তাতেই আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বিশাল জয় পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রবিবার সকালে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৫-০ গোলে পরাজিত করে বলিভিয়াকে। বিজয়ী দলের হয়ে অপর দুটি গোল করেন মিডফিল্ডার এ্যাঞ্জেল ডি মারিয়া। আসন্ন কোপা আমেরিকা কাপের প্রস্তুতি হিসেবে ম্যাচটি খেলেছে বিশ্বকাপের রানার্সআপরা। চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে খেলার কারণে ম্যাচটি খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি ও ফরোয়ার্ড কার্লোস তেভেজ। শনিবার অনুষ্ঠিত অপর দুই প্রীতি ম্যাচে জয় পেয়েছে উরুগুয়ে ও কলম্বিয়া। উরুগুয়ে ৫-১ গোলের বড় ব্যবধানে হারায় গুয়েতেমালাকে। আর রাদামেল ফ্যালকাওয়ের গোলে কলম্বিয়া ১-০ গোলে পরাজিত করে কোস্টারিকাকে। দুই তারকা মেসি ও তেভেজ না থাকলেও বলিভিয়াকে হারাতে বেগ পেতে হয়নি আর্জেন্টিনাকে। অবশ্য প্রথম গোল পেতে ২৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় জেরার্ডো মার্টিনোর দলকে। এ সময় পেনাল্টি বক্সের বাইরে থেকে অসাধারণ কোনাকুনি শটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ডি মারিয়া। চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এ্যাগুয়েরো। ৩০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন ম্যানচেস্টার সিটির তারকা। এরপর হ্যাটট্রিক পূরণ করেন এ্যাগুয়েরো। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন ডি মারিয়া। গুয়েতেমালার বিরুদ্ধে ম্যাচে উরুগুয়ের হয়ে জোড়া গোল করেন এডিনসন কাভানি। আর একটি করে গোল করেন দিয়াগো রোলান, জিওর্জিয়ান ডি আরাসেইটা ও আবেল হার্নান্দেজ। গুয়েতেমালার হয়ে একটি গোল করেন ডব্লিউ লেলিন। নিজেদের মাঠ স্টাডিও সেন্টেনারিওতে শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকে উরুগুয়ে। ম্যাচের তৃতীয় মিনিটেই আন্দ্রে পিরেইরার সহযোগিতায় দলের হয়ে গোল করেন রোলান। ম্যাচের ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভানি। ম্যাচের ৩১ মিনিটে উরুগুয়ে পেনাল্টি পায়। স্পট কিক থেকে দলের হয়ে তৃতীয় ও নিজের জোড়া গোল করেন প্যারিস সেন্ট জার্মেইনের স্ট্রাইকার কাভানি। বিরতির পর ৫৫ মিনিটে আবারও পিরেইরার সহযোগিতায় উরুগুয়ের হয়ে গোল করেন আরাসেইটা। দুই মিনিট পরেই সানচেজের সহায়তায় হার্নান্দেজ দলের হয়ে পঞ্চম গোল করেন। ম্যাচের ৭৯ মিনিটে মার্কুয়েজের সহায়তায় লেলিন গোল করে গুয়েতেমালার পরাজয়ের ব্যবধানই শুধু কমান। বুয়েনস ইয়ার্সের স্টাডিও পেড্রো বিজেইনে কোস্টারিকার বিরুদ্ধে কলম্বিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন ফ্যালকাও। ৪৭ মিনিটে গোলটি করেন তিনি। গত মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ধারে খেলতে আসা ফ্যালকাও রেড ডেভিলসদের হয়ে বাজে মৌসুম কাটিয়েছেন। ক্লাবের হয়ে তিনি ২৬ ম্যাচে মাত্র চার গোল করেছেন।
×