ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল আজ

প্রকাশিত: ০৬:২৪, ৮ জুন ২০১৫

বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবলের ফাইনাল আজ

স্টাফ রিপোর্টার ॥ দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল দুপুর ২টা ৩৫ মিনিটে। অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফাইনাল খেলা বিকেল সাড়ে ৪টায়। রবিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান আসরের ফাইনাল খেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনায়ে রংপুর বিভাগের ১নং পলিচরা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঢাকা বিভাগের কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হবে। অন্যদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম বিভাগের ফৈজুন্নেছা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সিলেট বিভাগের করগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে। এবার টুর্নামেন্ট দুটির মূল প্রতিপাদ্য ‘চল সাবই স্কুলে যাই’ সেøাগান মন্ত্রী বলেন, আমরা ২০১০ সাল থেকে বঙ্গবন্ধু এবং ২০১১ সাল থেকে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছি। চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা প্রাইজমানি, রানার্সআপ দলকে ৭৫ হাজার টাকা এবং তৃতীয় স্থানে দলকে ৫০ হাজার টাকার প্রাইজমানি দেয়া হবে বলে জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী। মন্ত্রী বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধি এবং পারস্পরিক শ্রদ্ধাবোধসহ প্রতিযোগী মনোভাব গড়ে তোলা সম্ভব। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তৃণমূল থেকে ভাল খেলোয়াড় তৈরি হবে। জাতীয় পর্যায়ে জয়ী বিদ্যালয়ের খেলোয়াড়দের বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৬ সপ্তাহের প্রশিক্ষণ দেবে। তারা যাতে প্রতিবছর এ প্রশিক্ষণ দেয় সেই আলোচনা আমরা করব। এ ছাড়া এই টুর্নামেন্টে যে সব শিশু ভাল খেলেছে ভবিষ্যতে তারা জাতীয় পর্যায়ে অনুর্ধ ১৩ এবং পরে অনুর্ধ ১৯ দলে খেলার সুযোগ পাবে। বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে বিজয়ী ৭ করে মোট ১৪ দল গত ৩১ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে বিভাগীয় পর্যায়ের খেলায় অংশ নেয়। বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬৩ হাজার ৪১৪ বিদ্যালয়ের ১০ লাখ ৭৮ হাজার ৩৮ খেলোয়াড় অংশ নিয়েছে। অন্যদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী ৬২ হাজার ৭৩৪ বিদ্যালয়ের ১০ লাখ ৬৬ হাজার ৪৭৮ জন।
×