ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টাঙ্গাইলে ব্রিজ ভেঙ্গে পড়ায় ২০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে

প্রকাশিত: ০৬:২০, ৮ জুন ২০১৫

টাঙ্গাইলে ব্রিজ ভেঙ্গে পড়ায় ২০ গ্রামের মানুষ চরম দুর্ভোগে

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ৭ জুন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার পাকুটিয়া ব্রিজ আকস্মিক ভেঙ্গে পড়েছে। এতে গত চারদিন ধরে বন্ধ রয়েছে ২০ গ্রামের সাধারণ মানুষের যাতায়াত ও পরিবহন ব্যবস্থা। মাত্র সাড়ে ১০ বছরের মাথায় জনগুরুত্বপূর্ণ ব্রিজ ভেঙ্গে পড়ায় গ্রামবাসী এলজিইডি ও ঠিকাদারি প্রতিষ্ঠান মির্জা ট্রের্ডাসের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। বিক্ষুব্ধ গ্রামবাসী উপজেলা এলজিইডির কতিপয় অসাধু কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠান মির্জা ট্রেডার্সের কাজের গাফিলতিকে দায়ী করেছেন। সে সময় এদের যোগসাজশেই নি¤œমানের কাজ হওয়ায় মাত্র কয়েক বছরের মধ্যেই ব্রিজটি ভেঙ্গে পড়েছে। বর্ষা আসার আগেই ভেঙ্গে পড়া ব্রিজের কাজ অবিলম্বে করার দাবি জানিয়েছেন দুর্ভোগে পড়া এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। জানা যায়, উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের পাকুটিয়া গ্রামে বিগত ২০০৪ সালে ঝিনাই নদীর ওপর প্রায় ২৫০ ফুট দীর্ঘ ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজটি দিয়ে তিনটি ইউনিয়নের পাকুটিয়া, চাতুটিয়া, সীমান্তবাজার, করিয়াটা, ঝাওয়াইল, ভেঙ্গুলা, গোলাবাড়ি, সোনামুই, মোহাইল, বর্ণী, নগদা শিমলা, কেরামজানীসহ প্রায় ২০ গ্রামের কয়েক হাজার লোক ও পাকুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, এম মজিবর রহমান উচ্চ বিদ্যালয়, চাতুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করত। এ ব্রিজ দিয়েই যানবাহন চলাচলসহ সকল সুবিধা পেয়ে আসছে। ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, বুধবার সকাল ১০টার দিকে আকস্মিক ব্রিজের ৯টি স্লাবের মধ্যে থেকে মাঝের ৫৪ ফুট দীর্ঘ দু’টি স্লাব ভেঙ্গে পড়ে। ফলে মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষের যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, ব্রিজটি নির্মাণের সময় ব্রিজের ওই অংশের দু’টি পিলার দেবে গিয়েছিল। এলাকাবাসী অভিযোগ তুললেও প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে ব্রিজের নির্মাণকাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে গোপালপুর উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন জানান, এখন ব্রিজের নিচে পানি আসায় এ বর্ষা মৌসুমে কাজ করা সম্ভব না। তবে আমরা বাঁশের সাঁকো দিয়ে দিচ্ছি। ব্রিজ ভাঙ্গার কারণ ও ঠিকাদারি প্রতিষ্ঠান মির্জা ট্রেডার্সের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে লিখিত আকারে জানানো হয়েছে।
×