ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ময়মনসিংহের অধিকাংশ সড়ক অবৈধ দখলে ॥ তীব্র যানজট

প্রকাশিত: ০৬:১৯, ৮ জুন ২০১৫

ময়মনসিংহের অধিকাংশ সড়ক অবৈধ দখলে ॥ তীব্র যানজট

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের ব্যস্ততম সড়কসহ অধিকাংশ বাণিজ্যিক এলাকার সিংহভাগ জায়গা হকারদের দখলে। এর বাইরে শহরের ব্যস্ততম এলাকার যেখানে সেখানে যানবাহন দাঁড় করিয়ে রাখা হচ্ছে। মোড়ে মোড়ে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ স্ট্যান্ড। অথচ এসব দেখার কেউ নেই! এতে সৃষ্টি হচ্ছে যানজটের। ভোগান্তির শিকার হচ্ছেন শহরবাসী। স্থানীয় সূত্র জানায়, প্রাচীন জেলা শহরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙিনাপাড় সড়ক ও স্টেশন রোডের অর্ধেক জায়গা দখল করে হকাররা পসরা সাজিয়ে বসে প্রতিদিন। গাঙিনাপাড় ট্রাফিক মোড় থেকে শহরের স্টেশন রোডের ১ নম্বর পুলিশ ফাঁড়ির ট্রাফিক মোড় পর্যন্ত ৩০০ মিটার প্রধান সড়ক ধরে হকারদের এ রকম দোকান রয়েছে অন্তত দু’শ’। ব্যস্ততম বাণিজ্যিক এলাকার এই সড়কের দু’পাশে রয়েছে শত শত দোকানপাট, বাণিজ্যিক মার্কেটসহ আবাসিক হোটেল ও রেস্তরাঁ। এর বাইরে সড়কের যে জায়গা অবশিষ্ট থাকছে তাতে দুই/তিন সারি করে চলাচল করছে ইজিবাইক, অটোরিক্সা ও রিক্সা। ফলে পথচারীদের যাতায়াত ও সড়ক পারাপারে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। সবচেয়ে বেশি বিপাকে পড়ছে শিক্ষার্থীসহ কর্মজীবী মানুষ। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন শহরের চরপাড়া মোড়ের আশপাশ এলাকার প্রতিটি দোকানপাটের সামনে সড়ক ও জনপথ বিভাগের রাস্তার ওপর দোকান পেতে বসছে হকাররা। অভিযোগ রয়েছে, চরপাড়া এলাকার প্রত্যেক হকারের কাছ থেকে দৈনিক ৩০০ টাকা হারে টোল আদায় করছে স্থানীয় দোকানিরা। পাট গুদাম ব্রিজ মোড়, চরপাড়া মোড়, টাউন হল মোড়, নতুন বাজার মোড়, জিলা স্কুল মোড়ে তীব্র যানজটের কারণে প্রতিদিন অচল হয়ে থাকছে ঘণ্টার পর ঘণ্টা। একই অবস্থা শহরের সিকে ঘোষ রোড, রামকৃষ্ণ মিশন রোড, চামড়া গুদাম সড়ক, রামবাবু রোড, দুর্গাবাড়ি রোড, ওল্ড ক্লাব পুলিশ রোড, ছোট বাজার, বড় বাজার, রাজা রোড, মহারাজা রোডসহ শহরের অধিকাংশ সড়কের। শহরের চরপাড়া মোড়, পাট গুদাম ব্রিজ মোড়, টাউন হল মোড়, বাউন্ডারি রোড মোড়সহ অনেক মোড়ের প্রধান সড়কের ওপর গড়ে উঠেছে সিএনজি অটো রিক্সাস্ট্যান্ড। এ রকম অবস্থায় দিনের বেলায় শহরের রাস্তায় পণ্যবাহী ট্রাক ঢুকছে। লোড-আনলোড করা হচ্ছে নির্মাণসামগ্রী। বাইপাস সড়কে না গিয়ে ইসলাম পরিবহনসহ যাত্রীবাহী একাধিক বাস সার্ভিস চলাচল করছে শহর হয়ে। এ সময় তীব্র যানজটের কারণে শহরবাসীর দুর্ভোগের সীমা থাকছে না। স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের নির্বিকার ভূমিকায় ক্ষুব্ধ শহরবাসী।
×