ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেয়ারম্যান-নির্বাহী পরিচালক শূন্য বিএমডিএ ॥ কার্যক্রমে স্থবিরতা

প্রকাশিত: ০৬:১৭, ৮ জুন ২০১৫

চেয়ারম্যান-নির্বাহী পরিচালক  শূন্য বিএমডিএ ॥  কার্যক্রমে স্থবিরতা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দীর্ঘ নয় মাস থেকে চেয়ারম্যান ও নির্বাহী পরিচালকের দুটি শীর্ষ পদশূন্য হয়ে আছে কৃষি মন্ত্রণালয়ের অধীন রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। গুরুত্ব¡পূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ দুই কর্তার পদ শূন্য থাকায় বিভিন্ন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে দেখা দিয়েছে স্থবিরতা। চেয়ারম্যানের পর মেয়াদ শেষে গত নবেম্বরে চলে গেছেন নির্বাহী পরিচালক আহসান জাকিরও। বর্তমানে তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুর রশীদ ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে শূন্য রয়েছে চেয়ারম্যানের পদ। জানা গেছে, গত বছরের ১৬ আগস্ট চেয়ারম্যান হিসেবে মেয়াদ শেষ করেন আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু। এর আগে দুই দফায় দুই বছর করে এবং শেষ দফায় এক বছর করে মোট পাঁচ বছর চুক্তিভিত্তিক নিয়োগে সচিব পদ মর্যাদায় চেয়ারম্যান ছিলেন প্রবীণ এ আওয়ামী লীগ নেতা। তারপর নতুন করে আর কেউ দায়িত্ব পাননি।
×