ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় ৮৪ রেল কর্মচারীর চাকরি স্থায়ীর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৬:১৬, ৮ জুন ২০১৫

গাইবান্ধায় ৮৪ রেল কর্মচারীর চাকরি  স্থায়ীর দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ০৭ জুন ॥ বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের বামনডাঙ্গায় কর্মরত ওয়েম্যান, ট্রলিম্যান, গেটকিপার, ইলেকট্রিশিয়ান ও খালাসি পদে ৮৪ কর্মচারী দীর্ঘ ১৫ বছর কাজ করার পরেও তাদের চাকরি স্থায়ী করা হয়নি। এ বিষয়ে হাইকোর্ট তাদের চাকরি স্থায়ী করার আদেশ দিলেও তা বাস্তবায়ন করা হয়নি। চাকরি থেকে ছাটাইকৃত ওইসব কর্মচারীর চাকরিতে পুনঃবহাল করা ও স্থায়ী দাবিতে রোববার গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ও জেলা শহরের প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানববন্ধনের কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন মোঃ জেলাল হোসেন, বিপ্লব কুমার ঘোষ, মোঃ ফারুক মিয়া, সালাম মিয়া, জামাল মিয়া, আব্দুল মাজেদ, আব্দুল হালিম প্রমুখ। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, রেলওয়ের ওইসব কর্মচারী ৫ বছর থেকে বিভিন্ন মেয়াদে অস্থায়ী ভিত্তিতে মাস্টাররোলে নিয়োগ প্রাপ্ত হয়ে দায়িত্ব পালন করে আসছিল। রেলওয়ে স্বীকৃত এ সব কর্মচারীর মাসিক বেতন ৬ হাজার ২শ’ টাকা হলেও প্রতিমাসে ৪ হাজার ৫শ’ টাকা হারে বেতন দেয়া হয়েছে। এ বিষয়টি মেনে নিয়েও তারা চাকরি করছিল। তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করে স্থায়ীকরণের আবেদন জানানো সত্ত্বেও রেলওয়ে কর্তৃপক্ষ তা না করে বরং ওইসব পদে নতুন লোক নিয়োগ অব্যাহত রাখে। ফলে জীবন বাঁচানোর তাগিদে বাধ্য হয়ে বামনডাঙ্গার ৮৪ জন দরিদ্র রেল কর্মচারী হাইকোর্টে রিট পিটিশন দাখিল করে এ মামলার রায়ে হাইকোর্ট ৭২ ঘণ্টার মধ্যে তাদের চাকরি উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের নির্দেশ দেন।
×