ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিলগালা কন্টেনারটি আজ খোলা হবে

ভোজ্যতেলের নামে আমদানি করা তরল কোকেন জব্দ

প্রকাশিত: ০৬:১৬, ৮ জুন ২০১৫

ভোজ্যতেলের নামে  আমদানি করা তরল  কোকেন জব্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দরে ভোজ্য তেলের নামে আমদানি করা অন্তত ১শ’ কোটি টাকার তরল কোকেন জব্দ করা হয়েছে। পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বন্দরের সিসিটি (চিটাগাং কন্টেনার টার্মিনাল) ইয়ার্ডে কন্টেনারটি সিলগালা করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। আজ সোমবার সংশ্লিষ্ট সকল বিভাগের উপস্থিতিতে কন্টেনারটির খোলা হবে। এই আমদানির সঙ্গে সংশ্লিষ্ট একজনকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মোঃ মালেকীন জানান, কন্টেনারটির আমাদনিকারক প্রতিষ্ঠানের নাম খান জাহান আলী লিমিটেড। চট্টগ্রাম নগরীর নবী মার্কেট, ২৩২ খাতুনগঞ্জের ঠিকানায় চালানটি আমদানি করা হয়। আমদানিকারক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা ভুয়া সিল ও প্যাড ব্যবহার করে চালানটি আনে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তবে এ নিয়ে তদন্ত চলছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরকে। এরপর অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমদের নেতৃত্বে একটি টিম সিসিটি ইয়ার্ডে গিয়ে কন্টেনারটি সিলগালা করে। মোট ১০৭টি ড্রামে ২ হাজার ১৪০ কেজি তরল কোকেন রয়েছে কন্টেনারটিতে, যার মূল্য ১শ’ কোটি টাকারও বেশি। আটক সোহেলকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার ইংল্যান্ড প্রবাসী খালাত বোনের স্বামীর বন্ধুর মাধ্যমে বলিভিয়া থেকে তরল কোকেনের এ চালানটি আমদানি করা হয়েছে। কাস্টমস সূত্রে জানানো হয়, সানফ্লাওয়ার অয়েলের ঘোষণা দিয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে তরল কোকেনের এই চালানটি।
×