ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কক্সবাজারে শিশু হত্যার দায়ে রোহিঙ্গাসহ ৩ আসামির ফাঁসি

প্রকাশিত: ০৬:১৫, ৮ জুন ২০১৫

কক্সবাজারে শিশু হত্যার  দায়ে রোহিঙ্গাসহ ৩ আসামির ফাঁসি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার শহরের নুনিয়াছড়ায় শিশু হৃদয় হত্যাকা-ে জড়িত দুই রোহিঙ্গাসহ তিনজনকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে জনাকীর্ণ কক্সবাজার জজ আদালত-১ এর বিচারক সাদিকুল ইসলাম তালুকদার এ রায় দেন। প্রায় দুই বছর পর ওই শিশু হত্যা মামলার বিচার শেষ হলো। মৃত্যুদ- প্রাপ্তরা হচ্ছেÑ কক্সবাজার শহরের নুনিয়াছড়ার ভাড়া বাসায় অবস্থানকারী মিয়ানমার নাগরিক মৃত আমির ছৈয়দের পুত্র আবদুল গফুর (২৩), চট্টগ্রামের চন্দনাইশ এলাকার সিরাজ মিয়ার পুত্র বাহাদুর (২৮) ও মিয়ানমারের নাগরিক নুনিয়াছড়ার ভাড়া বাসায় বসবাসকারী আবদুর শুক্কুর (২৯)। ২০১৩ সালের ৪ জুলাই সকাল সাড়ে ১১টায় কক্সবাজার শহরতলীর নুনিয়াছড়া শিল্প এলাকার নরুল হকের পুত্র মোঃ হৃদয় (৬) স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে অপহরণ পরবর্তী হত্যার শিকার হয়। অপহরণকারী চক্র ওই দিন দুপুরে শিশুর পিতার কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পিতা তার শিশু সন্তানকে বাঁচানোর জন্য বৃহস্পতিবার দুপুর থেকে বিভিন্ন স্থানে হন্য হয়ে মুক্তিপণের টাকা জোগাড়ে নেমে পড়েন। কিছু টাকাও সংগ্রহ করেন পিতা। একই দিন বৃহস্পতিবার রাতে অপহরণকারী চক্রের কথামতো কিছু টাকা নিয়ে শিশুর পিতা সাগরপাড়ের সুগন্ধা পয়েন্টে অপেক্ষা এবং মুক্তিপণের টাকার জন্য এলে জসিম উদ্দিন নামে এক যুবককে আটক করে থানায় সোপর্দ করে স্থানীয়রা। আটক যুবক পেশায় একজন রিক্সাচালক। সে অপহরণাকারীদের টাকার বাহক ছিল। পরদিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় কলাতলি সৈকত পয়েন্ট থেকে স্থানীয়দের দেয়া তথ্য মতে শিশু হৃদয়ের লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।
×