ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিএনপি নেতা রফিক মিয়াসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৫:৪৫, ৮ জুন ২০১৫

বিএনপি নেতা রফিক  মিয়াসহ ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি  পরোয়ানা

কোর্ট রিপোর্টার ॥ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ বিএনপি-জামায়াতের ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে ঢাকা মহানগর দায়রা জজ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে । রবিবার জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন। বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের দুই মামলার অভিযোগপত্র গ্রহণ করে অন্য যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে তাঁরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সেক্রেটারি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি হাবিবুন নবী খান সোহেল, জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মামুন হাসান, স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক ইয়াছিন আলী, জামায়াতের কেন্দ্রীয় নেতা ডাঃ শেখ শিবলী নোমানীসহ ২৮। মামলা দুটির মোট আসামি ৪২। অপর আসামিদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন জেলহাজতে রয়েছেন। ২০১৫ সালের ২৪ মার্চ মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ৪২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
×