ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নূনা আফরোজের নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’

প্রকাশিত: ০৪:৪৭, ৮ জুন ২০১৫

নূনা আফরোজের নির্দেশনায় ‘আমি ও রবীন্দ্রনাথ’

স্টাফ রিপোর্টার ॥ নতুন নাটক মঞ্চে আনছে নাট্য সংগঠন প্রাঙ্গণে মোর। দলের নতুন নাটকের নাম ‘আমি ও রবীন্দ্রনাথ’। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনাও দেবেন দলের সিনিয়র সদস্য নূনা আফরোজ। চলতি বছরই নাটকটি মঞ্চে আসবে বলে আশা করছেন দলের সদস্যরা। এদিকে দল সূত্রে জানা গেছে নতুন নাটক মঞ্চে আনার লক্ষ্যে বিশেষ কর্মসূচী হাতে নিয়েছে প্রাঙ্গণে মোর। এ লক্ষে আগামী ১২ জুন কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে প্রাঙ্গণেমোর আয়োজন করতে যাচ্ছে ‘প্রাঙ্গণেমোর প্রাণের মেলা’ শিরোনামে এক অনন্য আয়োজন। এখানে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ি ভ্রমণের পাশাপাশি গান-বাজনা, সদস্যদের আড্ডার পাশাপাশি থাকবে প্রাঙ্গণেমোরের নতুন নাটক ‘আমি ও রবীন্দ্রনাথ’ এর প্রথম রিডিং রিহার্সেল। এ উপলক্ষে আগামী ১১ জুন ৪৫ সদস্যের দল নিয়ে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি যাচ্ছে প্রাঙ্গণেমোর। ১২ ও ১৩ জুন উদযাপন করে ওই দিনই দলটি ঢাকায় ফিরে আসবে। এছাড়া প্রাঙ্গণেমোর এ বছরের শেষের দিকে আরো দুটি নতুন নাটক মঞ্চে আনবে। নাটক দুটি নির্দেশনা দেবেন দলের তরুণ নির্দেশক শিশির রহমান ও আউয়াল রেজা। প্রসঙ্গত, ঢাকার মঞ্চে জনপ্রিয় নাট্যদল প্রাঙ্গণেমোর। যাত্রার শুরু থেকেই রবীন্দ্রনাথের নাটককে প্রাধান্য দিয়ে দেশের নাট্য আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখছে দলটি। সেই ধারাবাহিকতায় গত ১০ বছরের পথ পরিক্রমায় ইতোমধ্যে ৪টি রবীন্দ্রনাট্যসহ মোট ৮টি প্রযোজনা মঞ্চে এনেছে দলটি। যেগুলোর নাট্য নির্মাণের আঙ্গিক এবং অভিনয়শৈলী দেশে এবং দেশের বাইরে প্রশংসিত হয়েছে। শুধু তাই নয় বাংলাদেশে নিয়মিতভাবে রবীন্দ্র নাট্যচর্চাকারী একমাত্র দল হিসেবে প্রাঙ্গণে মোর বেশ প্রশংসিত হয়েছে। ইতোমধ্যে প্রাঙ্গণেমোর রবীন্দ্রনাথ থেকে ৪টি নাটক মঞ্চে এনেছে যা দেশ-বিদেশে দর্শক নন্দিত হয়েছে। রবীন্দ্র নাট্যচর্চার প্রসারে প্রাঙ্গণেমোর শুধুমাত্র রবীন্দ্রনাথের নাটক নিয়ে ‘দুই বাংলার রবীন্দ্র নাট্যমেলার আয়োজন করে থাকে যেখানে বাংলাদেশের পাশাপাশি ভারতের নাট্যদলগুলোও তাদের রবীন্দ্র প্রযোজনা মঞ্চায়ন করে।
×