ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:৪১, ৭ জুন ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

পৌরনীতি ও সুশাসন ১মপত্র ১. ১৯৯০ সালে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জনস্বার্থে বিরোধী সামরিক সরকারকে হটিয়ে কোন শাসন প্রতিষ্ঠা করেন? ক) রাজতান্ত্রিক খ) স্বৈরতান্ত্রিক গ) গণতান্ত্রিক ঘ) একনায়কতান্ত্রিক ২. সুশাসনের মাধ্যমে শাসন ব্যবস্থার কার্যকারিতা ও সফলতা লাভ করে- র. স্বচ্ছতা রর. জবাবদিহিতা ররর. দায়িত্বশীলতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৩. যেসব অধিকার মানুষের বিচারবুদ্ধি ও নৈতিকতা বা ন্যায়বোধ থেকে উদ্ভুত, তাকে কী বলা হয়? ক) সামাজিক অধিকার খ) সামাজিক নৈতিকতা গ) নৈতিক অধিকার ঘ) রাজনৈতিক অধিকার ৪. বিবাহসংক্রান্ত রীতিনিতী কোন আইনের অধীন? ক) জাতীয় আইন খ) সরকারি আইন গ) বেসরকারি আইন ঘ) শাসনসংক্রান্ত আইন ৫. সরকারের স্বার্থকে এক সূতোয় বাঁধার অপর নাম কী? ক) ক্ষমতা খ) জনগণ গ) দক্ষ নেতা ঘ) সুশাসন ৬. শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধিকে চিহ্নিত করেন কোন অধ্যাপক? ক) গেইল খ) লাস্কি গ) বার্কার ঘ) ম্যাকাইভার ৭. স্বাধীন বিচার বিভাগ- র. আইনের শাসন প্রতিষ্ঠার পূর্বশত রর. সুশাসন প্রতিষ্ঠার পূর্বশত ররর. স্বাধীনতা প্রতিষ্ঠার পূর্বশত নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৮. কিসের রূপরেখায় দল ভিন্ন হতে পারে? ক) সমাজবিজ্ঞানের খ) পৌরনীতির গ) অর্থনীতির ঘ) পদার্থবিজ্ঞানের ৯. বাংলাদেশে নেতৃত্বের মূল সমস্যা কী? ক) সততা, দেশপ্রেম ও প্রজ্ঞার অভাব খ) অর্থ ও বিষয়সম্পদের অভাব গ) অন্য দেশের ওপর নির্ভরশীলতা ঘ) দেশের থেকে দলকে বড় করে দেখার মানসিকতা ১০. বিচার বিভাগের ক্ষেত্রে নিচের কোনটি গ্রহণযোগ্য নয়? ক) স্বাধীনতা খ) নিরপেক্ষতা গ) হস্তক্ষেপ ঘ) প্রভাব মুক্ততা
×