ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কয়েন দিয়ে গাড়ি!

প্রকাশিত: ০৫:৫৪, ৭ জুন ২০১৫

কয়েন দিয়ে গাড়ি!

কয়েন জমানোর অভ্যাস অনেকেরই আছে। মাটির কিংবা প্লাস্টিকের ব্যাংকে অনেকেই কয়েন জমান বিপদে-আপদে ব্যয় করার জন্য। তাই বলে কয়েন জমিয়ে পুরোদস্তুর দামী গাড়ি কেনা, ভাবাই যায় না। কিন্তু এমনটাই করেছেন চীনের গন নামের এক ব্যক্তি। তিনি এক লাখ চল্লিশ হাজার ডলার মূল্যের যে গাড়িটি কিনেছেন সম্প্রতি তার মধ্যে এক লাখ ছত্রিশ হাজার ডলার মূল্যের তার জমানো ছয় লাখ ষাট হাজার ইয়েন এবং চার হাজার ডলারের ব্যাংক নোট দিয়ে তিনি গাড়ির দাম মিটিয়েছেন। বিপুুল এই কয়েন গুণতে বেশ বেগ পেতে হয়েছে অস্ট্রেলিয়ান গাড়ি কোম্পানির শোরুমের কর্মচারীদের। তবু তারা এতে একটুও বিরক্ত হননি। বরং বেশ মজা করেই তাঁরা কাজটি করেছেন। গাড়ি কোম্পানির কর্মকর্তারা তামার কয়েন পেয়ে বেজায় খুশি। মিস্টার গন চীনের একটি পেট্রোল পাম্পে কাজ করেন। সেখানে তেল তুলতে বাস এলে তাদের কাছ থেকে কয়েন নিয়ে জমিয়েছেন তিনি। তিলে তিলে জমানো সেই কয়েনই বিন্দুতে সিন্ধু হয়ে উঠেছে। ট্রাকে করে সেই কয়েন নিয়ে গেছেন গাড়ির শোরুমে। দশজন মুটে লেগেছে, সেই কয়েনভর্তি ব্যাগ ট্রাকে তুলতে-নামাতে। কয়েনগুলোর ওজন সব মিলিয়ে চার টন। সূত্র: ইন্টারনেট
×