ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অভিমত রবার্তো কার্লোসের

নেইমারই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে

প্রকাশিত: ০৪:৫২, ৭ জুন ২০১৫

নেইমারই ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে

স্পোর্টস রিপোর্টার ॥ লেফট ব্যাক হিসেবে ফুটবল ইতিহাসের অনন্য এক নাম রবার্র্তো কার্লোস। ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ খেলেছেন তিনি। ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল তার দল। আর ২০০২ সালে শিরোপা জয়ের স্বাদ পায় কার্লোসের ব্রাজিল। ক্লাব ফুটবলেও কার্লোসের নামটি স্বর্ণাক্ষরে লিখা। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি ৩৭০ ম্যাচ খেলার অবিস্মরণীয় রেকর্ড গড়েছেন। তাছাড়া খেলেছেন ইন্টার মিলান, করিন্থিয়ান্স এবং ফেনেরবাখের মতো ক্লাবে। সম্প্রতি এক সাক্ষাতকারে ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান অবস্থা, দলের সেরা তারকা নেইমার, অনুর্ধ ২০ বিশ্বকাপ এবং ফিফা মহিলা বিশ্বকাপ ছাড়াও কথা বলেছেন নানান প্রসঙ্গ নিয়ে। তবে সাক্ষাতকারে গুরুত্বপূর্ণ বিষয়ের একটি ছিল নেইমার। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস ছেড়ে বার্সিলোনায় যোগ দেন তিনি। এরপর থেকেই দুর্দান্ত খেলছেন নেইমার। প্রথম মৌসুমে কিছুটা নিষ্প্রভ ছিলেন ব্রাজিলিয়ান তারকা। তবে চলতি মৌসুমে আরও বেশি অপ্রতিরোধ্য হয়ে উঠে তার ক্লাব বার্সা। তারই ফলস্বরূপ স্প্যানিশ লা লিগা এবং কোপা দেলরের শিরোপা জিতে কাতালান ক্লাবটি। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে জুভেন্টাসকে হারিয়ে ট্রেবল শিরোপা জিতেছেন কিনা সেটাও হয়ত জেনে গেছেন ইতোমধ্যেই। তবে ক্লাব ফুটবলে নেইমার যেমন দ্যুতি ছড়াচ্ছেন তেমনি ব্রাজিলের জার্সিতেও নেইমার সেরা ফুটবলারের তমকাটা গায়ে মাখবেন। কার্লোস তেভেজ মনে করেন এই নেইমারই আবার ব্রাজিলকে বিশ্বকাপের শিরোপা উপহার দেবে। এ বিষয়ে রবার্তো কার্লোস বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই নেইমার বিশ্বের সেরা ফুটবলার হবে। আমি মনে করি সেই পারে আবারও ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে সহায়তা করতে।’ ১৯৯৬ সালে ব্রাজিলের জার্সিতে খেলতে শুরু করেন রবার্তো কার্লোস। ফুটবল জগতে ফরোয়ার্ড হিসেবেই অভিষেক ঘটে তার। কিন্তু ক্রমেই লেফট ব্যাকে পরিণত হন তিনি। ফুটবল ইতিহাসের সবচেয়ে আক্রমণাত্মক লেফটব্যাক হিসেবে জায়গা করে নিয়েছেন কার্লোস। তার ফ্রি কিকের জোড় এতটাই বেশি ছিল যে রবার্তো কার্লোসকে বলা হতো ‘বুলেটম্যান’। ৪২ বছর বয়সী সাবেক এই ব্রাজিলিয়ান তারকা বর্তমানে কাতারের ক্লাব আল-আরাবীর কোচের দায়িত্ব পালন করছেন। তবে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই কেটেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু সেই রিয়ালের বর্তমান হাল তেমন ভাল না। শিরোপা ছাড়াই চলতি মৌসুম শেষ করেছে রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, কোচ কার্লো আনচেলত্তিকে বরখাস্ত করায় দলের অবস্থাও কিছুটা নড়বড়ে। তবে রাফায়েল বেনিতেজকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়ে রিয়ালের ভাবমূর্তি ফিরিয়ে আনতে চায় মাদ্রিদের এই ক্লাবটি। আর রিয়ালের কোচ এবং বর্তমান অবস্থা নিয়েও কথা বলেছেন কার্লোস। এ বিষয়ে তিনি বলেন, ‘কোচ হিসেবে কার্লো আনচেলত্তি ছিলেন অসাধারণ। এখন তাদের নতুন কোচ বেনিতেজ। কোচ হিসেবে বেনিতেজও অনেক ভাল। অভিজ্ঞতাসম্পন্ন এবং অতীত সাফল্যের যথেষ্ট ইতিহাস রয়েছে। আমি মনে করি স্প্যানিশ ফুটবলে সে অনেক ভাল করবে। স্প্যানিশ জানা মানুষ হিসেবে বেনিতেজ অনুভব করবে সে তার নিজের বাড়িতেই অবস্থান করছে। আর এটাই তার জন্য অতিরিক্ত সুবিধা।’ নিউজিল্যান্ডে চলছে এখন অনুর্ধ-২০ বিশ্বকাপ। সেখানে অসাধারণ পারফর্মেন্স উপহার দিচ্ছে ব্রাজিলের যুবারা। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে তারা। আর এই দল নিয়ে দারুণ আশাবাদী রবার্তো কার্লোস। এ বিষয়ে তিনি বলেন, ‘এই টুর্নামেন্টে ব্রাজিল খুবই ভাল খেলছে। দলে অনেক যোগ্যতাসম্পন্ন খেলোয়াড় রয়েছে। যারা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে।’ শনিবার থেকে শুরু হয়েছে ফিফা মহিলা বিশ্বকাপ। এবারের স্বাগতিক দেশ কানাডা। সেখানেও ব্রাজিলকে নিয়ে আশা দেখছেন কার্লোস, ‘আমি সব টুর্নামেন্টেরই খোঁজখবর রাখি। কানাডাতেও ব্রাজিলের দলটা অনেক শক্তিশালী।’
×