ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৫:২৩, ৬ জুন ২০১৫

সংক্ষিপ্ত সংবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ দুর্নীতি, অনিয়ম ও ঘুষ নিয়ে এখন মহাঝামেলায় আছেন সেপ ব্লাটার। ফের সভাপতি নির্বাচিত হওয়ার পরও মসনদে থাকতে পারেননি তিনি। করেছেন পদত্যাগ। এরপরও ঝামেলা শেষ হচ্ছে না সুইস এই কর্তার। সবমিলিয়ে বেশ বেকায়দায় আছেন তিনি। সর্বশেষ খবর, বিদায়ী ফিফা সভাপতি ও অলিম্পিক সদস্য ব্লাটার আগামী সপ্তাহে লুসানে অনুষ্ঠিতব্য ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) সভায় যোগ দেবেন না। বিশ্বফুটবলের নিয়ন্ত্রক সংন্থা (ফিফা) শুক্রবার এ ঘোষণা দিয়েছে। ওয়ার্ল্ড ব্রিজ কনটেস্ট সমাপ্ত স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্বের ১২২ দেশের মতো বাংলাদেশেও শুক্রবার পালিত হয়েছে ‘ওয়ার্ল্ড ব্রিজ কনটেস্ট।’ ইস্ট-ওয়েস্ট এবং নর্থ-সাউথ দুই বিভাগে ৩২ পেয়ারে ৬৪ খেলোয়াড় অংশ নেন এই প্রতিযোগিতায়। প্রত্যেক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন খেলোয়াড়কে ৪০ হাজার ও রানারআপ খেলোয়াড়কে ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। বিশ্বের সব দেশে প্রতিটি বিভাগে একই কার্ডের অধীনে খেলেন খেলোয়াড়রা। রমনার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাব অডিটরিয়ামে শুক্রবার দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সভাপতি মুশফিকুর রহমান মোহন। শেষটা স্মরণীয় করতে চান জাভি স্পোর্টস রিপোর্টার ॥ বার্সিলোনার হয়ে বর্ণাঢ্য ১৭ বছরের ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন জাভি হার্নান্দেজ। তারকা এই মিডফিল্ডার আজ রাতে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে বার্সার হয়ে শেষ ম্যাচ খেলতে যাচ্ছেন। ক্যাটালানদের হয়ে শেষের মিশনে জাভির প্রতিপক্ষ জুভেন্টাস। সাক্ষাতকারে জাভি জানিয়েছেন, শেষটা তিনি স্মরণীয় করতে চান। কোপা ডেল রে’র ফাইনালে এ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে দারুণ কীর্তি গড়েন জাভি। স্পেনের প্রথম ফুটবলার হিসেবে ২৪টি শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। ওই কীর্তি গড়ার পর নতুন লক্ষ্যের কথা জানান তিনি। আজকের ফাইনাল ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো ‘ট্রেবল’ জয়ের স্বাদ নিয়ে বার্সিলোনাকে বিদায় বলতে চান জাভি। কঠিন গ্রুপে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ আগামী সেপ্টেম্বরে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টের বাছাইপর্বে অংশ নেবে বাংলাদেশ। একটি হচ্ছে অনুর্ধ-১৬ এবং অন্যটি অনুর্ধ-১৯। প্রথমটির স্বাগতিক হচ্ছে বাংলাদেশ। তারা আছে ‘ডি’ গ্রুপে। বাকি দলগুলো হলোÑ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। অনুর্ধ-১৯ এ ‘এ’ গ্রুপের স্বাগতিক হচ্ছে শ্রীলঙ্কা। বাকি দলগুলো হলোÑ বাংলাদেশ, উজবেকিস্তান, পাকিস্তান এবং ভুটান। ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। সাবেক ফুটবলারদের প্রীতিম্যাচ স্পোর্টস রিপোর্টার ॥ দেশের ফুটবলকে জাগিয়ে তুলতে এবং ফুটবলের হারানো জনপ্রিয়তাকে আবারও ফেরাতে নারায়ণগঞ্জে শুক্রবার এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা ফুটবলাররা। এ ম্যাচের আয়োজক আলীগঞ্জ ক্লাব। সোনালী অতীত ক্লাব ঢাকা ও সোনালী অতীত ক্লাব নারায়ণগঞ্জের হয়ে মাঠে নামেন তারা। আরিফ খান জয়, হাসানুজ্জামান খান বাবলু, আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, ইমতিয়াজ আহমেদ নকীবরা খেলেন উভয় দলের জার্সি গায়ে। নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লাবের জালে ম্যাচের ৫৫ মিনিটে বল ঠেলে দিয়ে ঢাকাকে ১-০ গোলের জয় এনে দেন অধিনায়ক ইমতিয়াজ আহমেদ নকীব। আরিফ খান জয়ের হেডে বল পেয়ে গোল আদায় করেন সাবেক এ তারকা ফুটবলার। পিডব্লিউ মাঠে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হওয়ায় এ ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন প্রায় দশ হাজার দর্শক। জাতীয় শূটিংয়ের ফল স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ শূটিং স্পোর্টস ফেডারেশন আয়োজিত চলমান ‘বেক্সিমকো জাতীয় শুটিং প্রতিযোগিতা’য় শুক্রবার চারটি ইভেন্টে পদক লড়াইয়ের নিষ্পত্তি হয়। গুলশানে অবস্থিত জাতীয় শূটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ১০ মিটার এয়ার পিস্তলে (মহিলা) আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের সিনথিয়া নাজনীন টুম্পা ১৮৯.৬ পয়েন্ট পেয়ে স্বর্ণ, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের আরমিন আশা ১৮৯.১ পয়েন্ট পেয়ে রৌপ্য ও ঢাকা রাইফেল ক্লাবের অন্তরা ইসলাম ১৬৪.০ পয়েন্ট পেয়ে তাম্র; ১০ মিটার এয়ার পিস্তলে (জুনিয়র, মহিলা) বিকেএসপি শূটিং ক্লাবের আলামিনা আক্তার ৩৩৫ পয়েন্ট পেয়ে স্বর্ণ, সাভার সেনা শূটিং ক্লাবের সানজিদা আহমেদ ৩৩৪ পয়েন্ট পেয়ে রৌপ্য ও আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের রাইসা আহমেদ ৩৩৩ পয়েন্ট পেয়ে তাম্র; ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে (মহিলা) ঢাকা রাইফেল ক্লাবের শারমিন আক্তার রতœা ৫৬৬ পয়েন্ট পেয়ে স্বর্ণ, আর্মি শূটিং এ্যাসোসিয়েশনের শারমিন শিল্পা ৫৫০ পয়েন্ট নিয়ে রৌপ্য ও বিকেএসপি শূটিং ক্লাবের উম্মে জাকিয়া সুলতানা ৫৩৭ পয়েন্ট পেয়ে তাম্র এবং ৫০ মিটার ফ্রি পিস্তলে (পুরুষ) সাভার সেনা শূটিং ক্লাবের ইকবাল হোসেন ৫২৪ পয়েন্ট পেয়ে স্বর্ণ লাভ করেন।
×