ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্ব, ফরিদপুরে বাড়িতে হামলা, লুট

প্রকাশিত: ০৪:১৫, ৬ জুন ২০১৫

আওয়ামী লীগের দুই নেতার দ্বন্দ্ব,  ফরিদপুরে বাড়িতে হামলা, লুট

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৫ জুন ॥ সালথায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের জের ধরে এক পক্ষের সমর্থকদের বসতঘরে হামলা ও লুটপাট করা হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় অর্ধশত বসতঘর ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের সমর্থকরা। শুক্রবার সকালে উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খাড়দিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সংঘর্ষের পর ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ব্যর্থ হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামে স্থানীয় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যদুনন্দী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সঙ্গে উপজেলা আ.লীগের নির্বাহী কমিটির সদস্য টুকু ঠাকুরের বিরোধ চলে আসছিল। বুধবার রাতে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়ার সমর্থক জিলু মোল্লার সঙ্গে উপজেলা আ.লীগের সদস্য টুকু ঠাকুরের সমর্থক মুসা কারিকরের কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্র ঢাল, কাতরা, শরকি, ভেলা, টেটা ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় আলমগীর মিয়ার বাড়িসহ উভয় পক্ষের সাতটি পরিবারের অন্তত ১০টি বসত-ঘরে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়। এ ঘটনায় আহত হয় ২০ জন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে টুকু ঠাকুরের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আলমগীর মিয়ার সমর্থকদের বাড়িতে বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
×