ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাবনা আওয়ামী লীগ পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তৃণমূলে হতাশা

প্রকাশিত: ০৪:১৫, ৬ জুন ২০১৫

পাবনা আওয়ামী লীগ পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় তৃণমূলে হতাশা

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ জুন ॥ দীর্ঘ ১০ বছর পর জেলা আওয়ামী লীগের কাউন্সিল গত ডিসেম্বরে হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি হয়নি। তিন সদস্যের কমিটি দিয়ে চলছে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোরও একই অবস্থা। এ পরিস্থিতিতে তৃণমূল নেতাকর্মীরা দলের সাংগঠনিক স্থবিরতায় ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘ ১০ বছর পর জেলা আওয়ামী লীগের কাউন্সিল গত ২০ ডিসেম্বর ব্যাপক শোডাউনের মাধ্যমে পাবনা পুলিশ লাইনস ময়দানে অনুষ্ঠিত হয়। কাউন্সিলে প্রধান ও বিশেষ অতিথি ছিলেনÑ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহম্মেদ পলক, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন প্রমুখ। এ কাউন্সিলে জেলা আওয়ামী লীগের সভাপতি পদে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু, সহসভাপতি পদে রেজাউল রহিম লাল ও সাধারণ সম্পাদক পদে পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের নাম ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে বলে কাউন্সিলে জানানো হয়। এরপর পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করা হয়নি।
×