ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দক্ষিণ কোরিয়ায় মার্সে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশিত: ০৩:৫৯, ৬ জুন ২০১৫

দক্ষিণ কোরিয়ায় মার্সে আরও ৪ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় শুক্রবার মিডলইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) ভাইরাসে চতুর্থ ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে এ ভাইরাসে আক্রান্ত এক চিকিৎসকের মাধ্যমে অন্যান্য ব্যক্তি আক্রান্ত হওয়ার আশঙ্কা জোরদার হওয়ার প্রেক্ষাপটে সিউলের মেয়র এর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গত রাতে নতুন করে আরও পাঁচজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্ত ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৪১। সৌদি আরবের পর দ. কোরিয়ায় মার্স ভাইরাস সবচেয়ে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে। এই ভাইরাসের সংস্পর্শে আসা প্রায় দুই হাজার লোককে আলাদা করে বা বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। মার্স ভাইরাসে সর্বশেষ মঙ্গলবার ৭৬ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত ২১ মে তার শরীরে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। খবর এএফপির।
×