ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১

বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা হবে ॥ মাতলুব

প্রকাশিত: ০৩:৫৩, ৬ জুন ২০১৫

বাণিজ্য বৈষম্য কমিয়ে আনা  হবে ॥ মাতলুব

নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ ॥ এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি আব্দুল মাতলুব আহমাদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে বাণিজ্য বৈষম্য রয়েছে, নতুন নতুন পণ্য রফতানির মাধ্যমে তা কমিয়ে আনা হবে। এছাড়া ট্রানজিট নিয়ে আমরা বহু বিতর্ক করেছি। বাংলাদেশ একটি ন্যাচারাল ট্রানজিট কান্ট্রি, যা দিয়ে আমরা বহু টাকা আয় করতে পারব। ট্রানজিটের মাধ্যমে শুধু ভারত নয়, বাংলাদেশও লাভবান হবে। তাছাড়া আমরা ব্যাংক ঋণের সুদের হার ৯ শতাংশে নামিয়ে আনার চেষ্টা করব। হরতাল-অবরোধ নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা সবকিছুর উর্ধে দেশকে নিয়ে ভাবে। আগামীতে যারা আন্দোলন করতে চান তারা এটা খেয়াল রাখবেন, আগে দেশ পরে রাজনীতি। বুধবার বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিবেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমাদের নেতৃত্বে নবনির্বাচিত পরিচালকগণ টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির জনকের সমাধিবেদিতে ফুল দিয়ে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর সেখানে তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন। এ সময় ঢাকা উইমেন্স চেম্বারের চেয়ারম্যান সেলিমা আহম্মেদ, চট্টগ্রাম উইমেন্স চেম্বারের চেয়ারম্যান মনোয়ারা হাকিম আলী, এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক চেয়ারম্যান মোহম্মদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ জসিমউদ্দিন, পরিচালক শেখ ফজলে ফাহিম, আমিনুল হক শামীম, দীলিপ কুমার আগরওয়াল, গোলাম আর্শিয়াসহ এফবিসিসিআইয়ের নবনির্বাচিত অন্য পরিচালকবৃন্দ ও গোপালগঞ্জ চেম্বারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। এরপর তাঁরা বঙ্গবন্ধুর কবরের পাশে গিয়ে কবর জিয়ারত করেন। এ সময় সেখানে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পর্যটন কেন্দ্রে গোপালগঞ্জ জেলা চেম্বার আয়োজিত এক সংবর্ধনা সভায় এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
×