ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়

প্রকাশিত: ০৬:৪২, ৫ জুন ২০১৫

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং বিপর্যয়

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুটা তেমন খারাপ হয়নি স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের। ১ উইকেট হারিয়ে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেছিল ৬৩ রান। কিন্তু আর ৮৫ রান যোগ করতেই বাকি ৯ উইকেট হারিয়ে ফেলে তারা। ডোমিনিকার উইন্ডসর পার্কে সফরকারী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসটার চেহারা তাই খুব খারাপ হয়েছে। ১৪৮ রানেই গুটিয়ে গেছে তারা। জবাবে অস্ট্রেলিয়া প্রথম দিনশেষে ৩ উইকেটে ৮৫ রান তুলেছে। এখনও তারা পিছিয়ে ৬৩ রানে। দুই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ব্যাটসম্যান ক্রিস গেইল এবং শিবনারায়ণ চন্দরপলকে ছাড়াই সফরকারী অসিদের বিরুদ্ধে প্রথম টেস্টে নেমেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাটিং নিলেও বিপদ আসতে সময় লাগেনি। ১০ রান করেই দলীয় ২৩ রানের মাথায় সাজঘরে ওপেনার ক্রেইগ ব্রেথওয়েট। এরপর অবশ্য বেশ ভালভাবেই এগোচ্ছিলেন শাই হোপ ও ড্যারেন ব্রাভো। কিন্তু সেটাও বেশিক্ষণ টেকেনি। ব্রাভোও ফিরে যান ১৯ রানে। এরপর থেকে যেন একের পর এক বিপদ গাঢ় হতে থাকে ক্যারিবীয় শিবিরে। অসি পেস দাপটে খেই হারিয়ে ফেলে ক্যারিবীয়রা। হোপ সর্বোচ্চ ৫৪ বলে ৫ চারে ৩৬ রান করেন। অস্ট্রেলিয়ার তিন পেসারেই ক্যারিবীয় ব্যাটিং লাইন ধসে দিয়েছেন। মিচেল জনসন ও জশ হ্যাজলউড তিনটি করে এবং মিচেল স্টার্ক দুটি উইকেট শিকার করেন। মাত্র ১৪৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। ২০১২ সালে বার্বাডোজে এই ১৪৮ রানেই গুটিয়ে গিয়েছিল ক্যারিবীয়রা একই প্রতিপক্ষের বিরুদ্ধে। এর মাঝে ঘরের মাটিতে আর কোন দেড় শ’র নিচে ইনিংস নেই তাদের। এদিন অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক ঘটল ৩৫ বছর ২৪২ দিন বয়সে এডাম ভোগসের। গত ৩০ বছরে অস্ট্রেলিয়ার পক্ষে এটি ছিল দ্বিতীয় সর্বাধিক বয়সে টেস্ট অভিষেক। জবাব দিতে নেমে শুরু থেকেই তেমন স্বস্তিতে নেই অসিরা। ক্যারিবীয় পেসাররাও চেপে ধরেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের। মাত্র ৬১ রান করতেই তারা হারিয়ে ফেলে তিন উইকেট। তবে অভিষেক হওয়া ভোগস নেমে বেশ সাবলীলভাবে খেলে দারুণ সঙ্গ দিচ্ছেন স্টিভেন স্মিথকে। দু’জনে বাকি সময়টা নির্বিঘেœই কাটিয়ে দিয়েছেন। ৩ উইকেটে ৮৫ রান তুলে এখন পর্যন্ত ৬৩ রানে পিছিয়ে আছে সফরকারীরা। ভোগস ২৭ বলে ৪ চারে ২০ রান নিয়ে ব্যাট করছেন। স্মিথ ক্রিজে আছেন ১৭ রান করে। সাজঘরে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার (৮), শন মার্শ (১৯) ও অধিনায়ক মাইকেল ক্লার্ক (১৮)। উইকেট তিনটি নিয়েছেন দেবেন্দ্র বিশু, জ্যাসন হোল্ডার ও জেরেমি টেইলর।
×