ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাজেটে ধোঁয়াবিহীন তামাক পণ্যে করারোপ নেই

প্রকাশিত: ০৬:১০, ৫ জুন ২০১৫

বাজেটে ধোঁয়াবিহীন তামাক পণ্যে করারোপ নেই

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিড়ি ও কমদামী সিগারেটে সামান্য কর বৃদ্ধি করা হলেও ধোঁয়াবিহীন তামাক পণ্যে (গুল, জর্দা, সাদা তামাক পাতা ইত্যাদি) করারোপের কোন পদক্ষেপ নেই বাজেটে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদূল মুহিত যে বাজেট উপস্থাপন করেছেন সেখানে দামী সিগারেটের করহার প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে। আগামী অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো সিগারেটের সর্বনি¤œ মূল্য বেঁধে দিয়ে তার ওপর একটি সম্পূরক শুল্ক ও মূসক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। প্রতি ১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন ভিত্তিমূল্য প্রস্তাব করা হয়েছে ১৯ টাকা এবং এর ওপর সম্পূরক শুল্ক ধার্য করা হয়েছে ৪৮ শতাংশ। তামাকবিরোধী সংগঠন প্রজ্ঞা, আত্মা এবং এইচডিআরসি তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় বলেছে, অর্থমন্ত্রীর এই উদ্যোগ প্রশংসনীয়, কিন্তু অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন সিগারেটের মূল্যসীমা নির্ধারণ করা বাজার অর্থনীতিতে মোটেও কাম্য নয়, তথাপি তিনি করহার ঠিক রেখে অন্যান্য স্তরের সিগারেটের মূল্যস্তর পুনর্বিন্যাস করেছেন। মধ্যম স্তরে গতবারের মতোই ৬১% সম্পূরক শুল্ক রেখে ৫০-৫৪ টাকার পরিবর্তে ৪০-৬৯ টাকা এবং উচ্চস্তরে সম্পূরক শুল্ক মাত্র ৩% বাড়িয়ে মূল্যস্তর ৯০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা ও তদূর্ধ্ব নির্ধারণের প্রস্তাব করেছেন।
×