ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

প্রকাশিত: ০৭:০২, ২ জুন ২০১৫

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

১. নেতৃত্বের জন্য কী প্রয়োজন? ক) শুধু কঠোরতা খ) কঠোরতা ও কোমলতা গ) শুধু কোমলতা ঘ) হৃদয়হীনতা ২. ব্যক্তির স্বইচ্ছা অনুসারে কাজ করা হলে এটিকে কী বলা হয়? ক) অধিকার খ) পরাধীনতা গ) স্বাধীনতা ঘ) সুস্পষ্টতা ৩. বাংলাদেশের নাগরিকতা পুনৰনির্ধারিত হয় কততম সংশোধনীতে? ক) ১৩ তম খ) ১৪ তম গ) ১৫ তম ঘ) ১৬ তম ৪. নাগরিকের মঙ্গল সাধনের উদ্দেশ্য কাজ করে- র. পৌরনীতি রর. লোকপ্রশাসন ররর. নৃবিজ্ঞান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর, ও ররর ৫. প্রশাসনিক ক্ষেত্রে কয় শ্রেণির প্রশাসক দেখা যায়? ক) এক খ) দু গ) তিন ঘ) চার ৬. ভারতে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ভাষা আছে প্রায় কতটি? ক) ১৫০ খ) ২০০ গ) ২৫০ ঘ) ৩০০ ৭. আমলাদের নিয়োগ নিয়ন্ত্রিত হয় কীভাবে? ক) সংবিধানের আলোকে খ) রাষ্ট্রপতির নির্দেশে গ) প্রধানমন্ত্রীর ইচ্ছায় ঘ) মস্ত্রিসভার সিদ্ধান্তে ৮. বিরোধী দল সরকারের কী রোধ করে? ক) জনপ্রিয়তা খ) জনমুখিতা গ) উন্নয়ন কাজ ঘ) স্বৈরচারিতা ৯. বাংলাদেশে কতটি বিভাগীয় প্রশাসন রয়েছে? ক) ৫টি খ) ৬টি গ) ৭টি ঘ) ১০টি ১০. প্রতিবেশীর প্রতি একজন নাগরিকের কর্তব্য ও দায়িত্ব কেমন? ক) একমুখী খ) দ্বিমুখী গ) ত্রিমুখী ঘ) বহুমুখী ১১. জনগণের মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে কোন আইন একটি যুগান্তকারী আইন? ক) জমিসংক্রান্ত আইন খ) ফৌজদারি আইন গ) তথ্য অধিকার আইন ঘ) মকদ্দমা আইন ১২. শাসন বিভাগের ক্ষমতা বৃদ্ধিকে চিহ্নিত করেন কোন অধ্যাপক? ক) গেইল খ) লাস্কি গ) বার্কার ঘ) ম্যাকাইভার ১৩. সরকারের বিভাগ কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ১৪. আমলাতন্ত্রের সর্বোচ্চ পদ কী? ক) সচিব খ) যুগ্ম সচিব গ) অতিরিক্ত সচিব ঘ) উপ সচিব ১৫. কত সালে সুইডিশ পার্লামেন্ট ′ঙৎফরহধহপব ড়হ ঋৎববফড়স ড়ভ ৎিরঃরহম অপঃ ড়ভ ঃযব চৎবংং′ শীর্ষক আইন পাস করে? ক) ১৭৬৫ সালে খ) ১৭৬৬ সালে গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৬৬ সালে ১৬. দেশের সার্বিক ভারসাম্য রক্ষার জন্য কী প্রয়োজন? ক) ক্ষমতার কেন্দ্রীভূত অবস্থা খ) ক্ষমতার বিকেন্দ্রীকরণ গ) নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতার বন্টন ঘ) স্থানীয় স্বায়ত্তশাসন ১৭. কোনটি আমলার বৈশিষ্ট্য নয়? ক) স্থায়িত্ব খ) বেতনভাতা গ) অদক্ষতা ঘ) নিরপেক্ষতা ১৮. আইনের ইংরেজি প্রতিশব্দ খধি এটি এসেছে- ক) গ্রিক শব্দ থেকে খ) ল্যাটিন শব্দ থেকে গ) জার্মান শব্দ থেকে ঘ) টিউটনিক শব্দ থেকে ১৯. ল্যাটিন ঈরারং শব্দের অর্থ কী? ক) নগররাষ্ট্র খ) নাগরিক গ) নাগরিকতা ঘ) পৌরনীতি ২০. অধ্যাপক হল্যান্ড আইনের কয়টি উৎসের কথা বলেছেন? ক) ২টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি ২১. নৈতিকতা মূলত কীরূপ ব্যাপার? ক) রাজনৈতিক খ) সামাািজক গ) ধর্মীয় ঘ) অর্থনৈতিক ২২. ই-গভর্নেন্স- ক) প্রমাসনিক ব্যয় বৃদ্ধি পায় খ) প্রশাসনিক বয় হ্রাস পায় গ) প্রশাসনিব ব্যয় স্থির থাকে ঘ) প্রশাসনিক ব্যয় শূন্য থাকে ২৩. রাজনৈতিক সংস্কৃতিতে মানুষের ভাবের অভিব্যক্তি ও অন্তনির্হিত দিকের প্রকাশের কথা বলেছেণ কে? ক) লুসিয়ান পাই খ) গেটেল গ) অ্যালান বল ঘ) বেন্থাম ২৪. সুশাসন কীভাবে পরিচালিত হয়? ক) আইনের শাসন খ) শাসন গ) জনসংখ্যা নিয়ন্ত্রণ ঘ) সাংবিধানিক কাঠামো ২৫. আইনসভার সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কতটি? ক) ৩০টি খ) ৪০টি গ) ৫০টি ঘ) ৬০টি ২৬. ই-গভর্ন্যান্সের প্রতিবন্ধকতা হচ্ছে- র. আইনগত কাঠামোর অভাব রর. অপর্যাপ্ত মানবসম্পদ ররর. স্থানীয় কোম্পানির দুর্বলতা
×