ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আপাতত পরামর্শক কমিটিতে শচীন-সৌরভ

প্রকাশিত: ০৬:১৮, ২ জুন ২০১৫

আপাতত পরামর্শক কমিটিতে শচীন-সৌরভ

স্পোর্টস রিপোর্টার ॥ জল্পনার সাময়িক অবসান ঘটিয়ে গ্রেট শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষণকে আপাতত ভারতীয় ক্রিকেটে বোর্ডের (বিসিসিআই) পরামর্শক কমিটিতে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর এক টুইটার বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। ‘প্রধান কোচ’ অথবা, ‘ডিরেক্টর’ হিসেবে ভারতীয় ক্রিকেটের সর্বেসর্বা হয়ে আসছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী- গত কয়েকদিন দেশটির ক্রিকেটের আলোচিত বিষয় এটিই। সেই বিতর্ক ঝুলে থাকলেও, পরামর্শক কমিটিতে অন্তর্ভুক্ত হলেন ‘কলকাতার দাদাবাবু’। বিসিসিআইয়ের ভাষায় যেটিকে বলা হচ্ছে, ‘এ্যাডভাইজরি কমিটি।’ ঠাকুর তার টুইটারে লিখেছেন, ‘ভারতের ক্রিকেট পরামর্শদাতা কমিটিতে থাকার জন্য বিসিসিআইর আমন্ত্রণ গ্রহণ করেছেন শচীন, সৌরভ ও লক্ষণ। আমরা আত্মবিশ্বাসী শচীনদের পরামর্শ সব ফরমেটের ক্রিকেটেই উন্নতি এনে দেবে।’ আর বিসিসিআইর নিজস্ব বার্তায় সভাপতি জাগমোহন ডালমিয়ার উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, ‘আমরা খুবই খুশি যে কিংবদন্তি সব ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন, তাদের বিশাল অভিজ্ঞতা ভাগাভাগি করবেন।’ শচীন-সৌরভদের সঙ্গে পরামর্শক কমিটিতে ছিল আরেক গ্রেট রাহুল দ্রাবিড়ের নাম। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি জানিয়েছেন, এই মুহূর্তে তার পক্ষে দলের হয়ে কাজ করা সম্ভব নয়। এরপরই লক্ষণকে যোগ করা হয়। কিংবদন্তি এই সব ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের উন্নতির জন্য নতুন ‘ম্যাপ’ তৈরি করবেন। বোর্ডকে করণীয় সম্পর্কে বিভিন্ন পরামর্শ দেবেন তারা। একই সঙ্গে ডানকান ফ্লেচারের পর অত্যন্ত প্রভাবশালী দেশটির নতুন জাতীয় কোচ কে হবেন, সেটি বাছাই করতেও পরামর্শ রাখবেন শচীনরা। তবে ঠিক কার কী ভূমিকা থাকবে সেটি এখনও পরিষ্কার করেনি বিসিসিআই। সৌরভকে ‘ডিরেক্টর’ অথবা ‘হাই পারফর্মেন্স ম্যানেজার’ করা হতে পারে। এতে একটা জট খুলে গেল, সৌরভ গাঙ্গুলীর অন্তত প্রধান কোচ হয়ে আসার সম্ভাবনা নেই। তবে এক সময়ের তুখোড় তারকার জন্য ‘ডিরেক্টর’ এর বড় পদে অন্তর্ভুক্তির সম্ভাবনা এখনও থাকছে। বিশ্বকাপ পর্যন্ত যেটিতে ছিলেন আরেক ‘লিজেন্ড’ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। এ নিয়ে অবশ্য ভেতরে ভেতরে একটা দ্বন্দ্বের কথাও বাতাসে ভেসে বেড়াচ্ছে! বাংলাদেশ সফরেই নাকি সর্বেসর্বা কোন পদে (‘কোচ’ অথবা ‘ডিরেক্টর’) দেখা যাবে সৌরভকে। নতুন খবর, বিশ্বকাপে ডিরেক্টরের দায়িত্ব পালন করা শাস্ত্রী কোন রকম অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ সফরে দলের সঙ্গী হতে আগ্রহী নন!
×