ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কাল ঢাকা থিয়েটারের ‘অমৃত উপাখ্যান’

প্রকাশিত: ০৪:১৬, ২ জুন ২০১৫

কাল ঢাকা থিয়েটারের ‘অমৃত উপাখ্যান’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আগামীকাল বুধবার সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে ঢাকা থিয়েটারের ৪১তম প্রযোজনা ‘অমৃত উপাখ্যান’। সেলিম আল দীনের উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ ও নিদের্শনা দিয়েছেন ওয়াসিম আহমেদ ও সাজ্জাদ রাজীব। কাল নাটকটির চতুর্থ মঞ্চায়ন হবে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন শিমূল ইউসুফ, মোহাম্মদ শাহ্রিয়ার আখতার, আসাদুজ্জামান আমান, তাহমীদা মাহমুদ, সামিউন জাহান দোলা, সাজ্জাদুর সাজ, মিতালী রানী দেব, রজব আলী, তানজিল আহমেদ প্রমুখ। নাটকের আবহ সঙ্গীত শিমূল ইউসুফ, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ওয়াসিম আহমেদ, পোশাক পরিকল্পনায় সাজ্জাদ রাজীব, পটচিত্র অঙ্কন জয়নাল আবেদীন আজাদ, শ্যাডো পাপেট নির্মাণ সালাউদ্দীন আধীর, বাদ্যযন্ত্রী দেবব্রত সরকার দেব, রজব আলী ও তানজিল আহমেদ। নাটক প্রসঙ্গে নির্দেশক ওয়াসিম আহমেদ, সাজ্জাদ রাজীব বলেন, অমৃত উপাখ্যান নাট্যাচার্য সেলিম আল দীনের লেখা একমাত্র উপন্যাস। উপন্যাসটির নাট্যরূপ দেয়া হয়নি তাঁর অন্যান্য নাটকের মতো অমৃত উপাখ্যানকে সম্পাদনা করে মঞ্চ সৃজন করা হয়েছে। নাটকটির নির্দেশনায় ঢাকা থিয়েটার সৃজিত বর্ণনাত্মক নাট্যরীতি ও আমাদের ঐতিহ্যবাহী বাংলা নাট্যরীতির প্রয়োগের চেষ্টা করা হয়েছে। প্রসেনিয়াম নাটকের প্রথাগত কালো উইংসের পরিবর্তে ব্যবহার করেছি চিরায়ত বাংলার পটচিত্র। ঐতিহ্যবাহী শ্যাডো পাপেটের ফর্মটিও ব্যবহার করা হয়েছে। সবকিছুর সমন্বয়ে অমৃত উপাখ্যান নাটকটি আমাদের ভাবনায় উপস্থাপন করেছি। ওয়াসিম আহমেদ, সাজ্জাদ রাজীব আরও বলেন, ‘নতুন প্রজন্ম নতুন থিয়েটার’ এই ভাবনার প্রয়োগের প্রেরণার উৎস নাসির উদ্দীন ইউসুফ মঞ্চকুসুম শিমূল ইউসুফ ও ঢাকা থিয়েটার। নাটকের শিল্প ভুবনে আমাদের অবাধ বিচরণের স্বাধীনতায় তাঁদের শিক্ষার প্রয়োগ অমৃত উপাখ্যান। প্রসঙ্গত, ‘অমৃত উপখ্যান’ নাটকটিক গত বছর ২৯ নবেম্বর মঞ্চে আসে।
×