ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে সামরিক মহড়া শেষে দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ ধলেশ্বরী

প্রকাশিত: ০৫:২৫, ১ জুন ২০১৫

সিঙ্গাপুরে সামরিক মহড়া শেষে দেশে ফিরেছে নৌবাহিনী জাহাজ  ধলেশ্বরী

সিঙ্গাপুরে অনুষ্ঠিত সামরিক প্রদর্শনী ও মহড়ায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ধলেশ্বরী’। রবিবার সকালে জাহাজটি চট্টগ্রাম নেবাল জেটিতে এসে পৌঁছলে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার এডমিরাল আখতার হাবিব একে স্বাগত জানান। এ সময় চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডারগণ, পদস্থ নৌ কর্মকর্তা, জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিত প্রদর্শনী ও মহড়ায় বাংলাদেশ, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, গ্রিস, আরব আমিরাতসহ বিভিন্ন দেশের নৌপ্রধানগণ, নৌবাহিনীর জাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। একইসঙ্গে জাহাজটি দক্ষিণ চীন সাগরে ১১টি দেশের নৌবাহিনীর ১৪টি যুদ্ধজাহাজের অংশগ্রহণে অনুষ্ঠিত পঞ্চম বিশেষ সামুদ্রিক মহড়া ডচঘঝ গঁষঃর ষধঃবৎধষ ঝবধ ঊীবৎপরংব এ অংশগ্রহণ করে। নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব ইমডেক্স-২০১৫-এর উদ্বোধনী অনুষ্ঠানসহ বিভিন্ন সভা ও সেমিনারে যোগদান করেন। Ñআইএসপিআর।
×