ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শেষ ষোলোয় সেরেনা

প্রকাশিত: ০৫:১৮, ১ জুন ২০১৫

শেষ ষোলোয় সেরেনা

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেনের শেষ ষোলোতে উঠলেন সেরেনা উইলিয়ামস। শনিবার তৃতীয় পর্বে ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে কষ্টার্জিত জয় পান তিনি। এদিন প্রথম সেটে আজারেঙ্কার কাছে হেরেও পরের দুই সেট জেতে টুর্নামেন্টের চতুর্থ পর্বের টিকেট নিশ্চিত করেন আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। গত দেড় দশক ধরেই টেনিস কোর্টে এককভাবে রাজত্ব করছেন সেরেনা উইলিয়ামস। সুদীর্ঘ ক্যারিয়ারে ১৯ গ্র্যান্ডসøাম জয়ের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। তবে ফ্রেঞ্চ ওপেনে সেই তুলনায় কিছুটা নিষ্প্রভই। ২০০২ সালে প্রথম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জেতা সেরেনা উইলিয়ামস তার এগারো বছর পর জিতেন টুর্নামেন্টের দ্বিতীয় শিরোপা। আর সেরেনা উইলিয়ামসের সামনে এবার তৃতীয় ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জয়ের হাতছানি। সেই লক্ষ্যে টুর্নামেন্টের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন সেরেনা। ধারাবাহিক পারফর্মেন্স উপহার দিয়েই শনিবার শেষ ষোলোর টিকেট নিশ্চিত করেন তিনি। মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের তৃতীয় পর্বে শিষ্য বাছাই সেরেনা উইলিয়ামস ৩-৬, ৬-৪ এবং ৬-২ গেমে হারান বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক শীর্ষ তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। কিন্তু গত দুটি মৌসুম ভাল কাটেনি তার। তাই ফ্রেঞ্চ ওপেনে নিজেকে ফেরানোর লড়াইয়ে কোর্টে নেমেছিলেন এই বেলারুশ সুন্দরী। কিন্তু শেষ পর্যন্ত পরাজয়ই সঙ্গী হয় তার। টুর্নামেন্টের ২৭তম বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে দারুণ রোমাঞ্চিত সেরেনা। স্বীকার করেছেন জয়ের জন্য ঘাম ঝরাতে হয়েছে তাকে। এ বিষয়ে ৩৩ বছর বয়সী সেরেনা উইলিয়ামস বলেন, ‘আজকের (শনিবার) ম্যাচ সহজ ছিল না। ভিক্টোরিয়া খুবই ভাল খেলেছে। যেখানে আমাকে রীতিমতো লড়াই করতে হয়েছে। সে যখনই প্রথম সেট জিতে নিয়েছে তখনই আমি নিজেকে বলেছি, ধৈর্য না হারাতে। শেষ পর্যন্ত জয়টা আমার পক্ষেই এসেছে।’ কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করার পথে সেরেনা উইলিয়ামসের বড় বাধা এখন তারই স্বদেশী তারকা সেøায়ানে স্টিফেন্স। অবাছাই স্টিফেন্স তৃতীয় পর্বে ৬-৪ এবং ৬-১ গেমে সভেতানা পিরনকোভাকে হারিয়ে চতুর্থ পর্বের টিকেট কাটেন। মহিলা এককে এছাড়াও শেষ ষোলোতে উঠেছেন জার্মানির জুলিয়া জর্জেস, চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা এবং ইতালির সারা ইরানি। তবে শনিবার সেরেনা উইলিয়ামসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় সেটের শেষ মুহূর্তে আম্পায়ারের এক সিদ্ধান্তে বিরোধিতা করেন টেনিসের সাবেক নাম্বার ওয়ান তারকা ভিক্টোরিয়া আজারেঙ্কা। যে কারণে পরবর্তীতে এ নিয়ে ক্ষোভও ঝাড়েন তিনি। তবে টেনিসে এমনটা হয়েই থাকে বলে মন্তব্য করেছেন সেরেনা উইলিয়ামস। পুরুষ এককে দুর্দান্ত খেলছেন নোভাক জোকোভিচ এবং রাফায়েল নাদাল। ১৯ বছরের অস্ট্রেলিয়ান খেলোয়াড় টি কোক্কিনাকিসকে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠেছেন সার্বিয়ান তারকা জোকোভিচ। বিশ্বের এক নাম্বার তারকা ৬-৪, ৬-৪ ও ৬-৪ গেমে হারান তুলনামূলক খর্ব শক্তির প্রতিপক্ষকে। আর মাত্র একটি ম্যাচ জিতলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবেন তিনি। যেখানে তার প্রতিপক্ষ ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েট। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন রাফায়েল নাদালও অসাধারণ টেনিস উপহার দিলেন এদিন। রাশিয়ার আন্দ্রে কুজেনেটসোভকে হারিয়ে চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত করেন তিনি।
×