ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাধারণ বিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:১০, ১ জুন ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. এবহঃঁস নামক উদ্ভিদে- র. ব্যক্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান রর. একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান ররর. গুপ্তবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য বিদ্যমান নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. টুথপেস্টের ঢ়ঐ এর মান কত? ক) ৯-১০ খ) ৯-১১ গ) ৯-১২ ঘ) ৯-১৩ ৩. চৌকোণাকার, সরবা তির্যক কোষ প্রান্ত বিশিষ্ট কোষ টিস্যুর বৈশিষ্ট্য? ক) প্যারেনকাইমা খ) কোলেনকাইমা গ) স্ক্লেরেনকাইমা ঘ) কোনটিই নয় ৪. কত সালে জাতিসংঘের সাধারণ সভায় পানি ব্যবহারের চুক্তি স্বাক্ষরিত হয়? ক) ১৯৭৩ খ) ১৯৮৫ গ) ১৯৯৫ ঘ) ১৯৯৭ ৫. আর্সেনিকের প্রভাবে কোন রোগ হয়? ক) রক্তশূণ্যতা খ) পাকস্থলির রোগ গ) শরীর জ্বালাপোড়া ঘ) কিডনি বিকল হওয়া ৬. সøাইডার পাকানো হলো মূলত- ক) কর্ডিং খ) ব্লেডিং গ) স্পিনিং ঘ) মিক্সিং ৭. শুকনো ফল ও টিনজাত খাদ্যে কোন ভিটামিন থাকে না? ক) সি খ) এ গ) ডি ঘ) বি ৮. হাইপার টেনশন প্রতিরোধে দৈনিক কত ঘন্টা ঘুমানো উচিত? ক) ৪-৬ ঘন্টা খ) ৭-৮ ঘন্টা গ) ৮-১০ ঘন্টা ঘ) ১০-১২ ঘন্টা ৯. পুঁইশাক, গাজর, মিষ্টিকুমড়া খেলে নিচের কোন রোগটি হয় না? ক) রাতকানা খ) স্কার্ভি গ) রিকেটস ঘ) বেরিবেরি ১০. আভিধানিক অর্থে ঢ়ঐ এর অর্থ কী? ক) হাইড্রোজেনের ক্ষমতা খ) হাইড্রোজেন আয়নের প্রাবল্য গ) হাইড্রোক্সিল আয়নের ক্ষমতা ঘ) হাইড্রাইভ আয়নের ক্ষমতা ১১. জাঙ্ক ফুড কোন ধরনের খাবার? ক) মুখরোচক খ) সুষম গ) ভিটামিন যুক্ত ঘ) আদর্শ ১২. রক্ত চাপ বেড়ে গেলে তাকে কী বলে? ক) হাইপো টেনশন খ) হাইপার টেনশন গ) টেনশন ঘ) অ্যানিমিয়া ১৩. কোনিট দুর্বল এসিড? ক) সালফিউরিক এসিড খ) নাইট্রিক এসিড গ) সাইট্রিক এসিড ঘ) হাইড্রোক্লারিক এসিড ১৪. একজন বয়স্ক ব্যক্তির মোট ক্যালরি চাহিদার শতকরা কত ভাগ স্নেহ পদার্থ থেকে আসা উচিত? ক) ৫%-১০% খ) ১০%-১৫% গ) ৮%-১২% ঘ) ১২%-১৫% ১৫. চোখের জন্য ক্ষতিকর কোনটি? ক) বেতার তরঙ্গ খ) অতি বেগুণি রশ্মি গ) তাড়িৎচুম্বক তরঙ্গ ঘ) আলোক তরঙ্গ ১৬. ক্ষারীর দ্রবণে ঢ়ঐ এর মানে কোন সম্পর্কটি ঠিক? ক) ঢ়ঐ=৭ খ) ঢ়ঐ<৭ গ) ঢ়ঐ>৭ ঘ) ঢ়ঐ≥৭ ১৭. ফিটকিরি কোন কাজে ব্যবহার করা হয়? ক) চামড়া ট্যানিং করতে খ) মাটির উবর্রতা বৃদ্ধিতে গ) এসিডিটি নিয়ন্ত্রণে ঘ) জীবাণুনাশক হিসেবে ১৮. স্তন্যপায়ীর হৃৎপিন্ড চারটি প্রকোষ্ঠযুক্ত- র. তিনটি নিলয়রর. দুইটি অলিন্দ ররর. দুইটি নিলয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৯. হৃদপেশির ক্রিয়া পদ্ধতি লিপিব্ধ করার যন্ত্রকে কী বলে? ক) ইসিজি খ) ব্যারোমিটার গ) থার্মোমিটার ঘ) ল্যাকটোমিটার ২০. উত্তল লেন্সের ক্ষেত্রে প্রযোজ্য হলো- র. এটির ক্ষমতা ধনাত্মক রর. লেন্সের মধ্যভাগ সরু ও মোটা ররর. সমান্তরাল রশ্নিগুলোকে একটি বিন্দুতে মিলিত করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২১. কোনটি প্রাণিজ উৎসে অল্প পরিমাণে থাকে? ক) ভিটামিন-ই খ) থায়ামিন গ) নিকোটিনিক এসিড ঘ) পিরিডক্সিন ২২. জলজ উদ্ভিদ কীভাবে বংশ বৃদ্ধি করে? ক) অঙ্গজ উপায়ে খ) মূলের সাহায্য গ) বীজের সাহায্য ঘ) কান্ডের মাধ্যমে
×