ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে পুলিশের গুলিতে নিহত ৩৮৫

প্রকাশিত: ০৩:৫৬, ১ জুন ২০১৫

যুক্তরাষ্ট্রে পাঁচ মাসে পুলিশের গুলিতে নিহত ৩৮৫

চলতি বছরের প্রথম পাঁচ মাসে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে ৩৮৫ জন নিহত হয়েছে। শনিবার ওয়াশিংটন পোস্টের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। এই হিসাব অনুযায়ী চলতি বছরের প্রতিদিন যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে দুইজনেরও বেশি নিহত হয়েছেন। গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার পুলিশের গুলিতে নিহতের সংখ্যার যে হার প্রকাশ করে আসছিল এই হার তার দ্বিগুণ। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহতের প্রতিটি ঘটনার তথ্য বিবেচনায় নিয়ে বিশ্লেষণটি করেছে ওয়াশিংটন পোস্ট। এ প্রতিবেদনে দায়িত্বপালনরত অবস্থায় গুলিবিনিময়ে যেসব পুলিশ সদস্য নিহত হয়েছেন তাদের সংখ্যাও তুলে ধরা হয়েছে। পুলিশের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার নিয়ে (বিশেষভাবে সংখ্যালঘুদের ওপর) যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে যখন উত্তপ্ত বিতর্ক চলছে, তখনই এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। আইন প্রয়োগে যুক্তরাষ্ট্র পুলিশের পেশাদারিত্বের উন্নয়ন নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা পুলিশ ফাউন্ডেশনের সভাপতি জিম বুয়িরমান বলেছেন, ‘যদি আমরা তথ্যগুলো সঠিকভাবে অনুসরণ শুরু না করি তাহলে আমরা কখনই পুলিশের গুলি করার সংখ্যা কমাতে পারবো না।’
×