ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চতুর্থ পর্বে ইভানোভিচ

প্রকাশিত: ০৬:১৭, ৩০ মে ২০১৫

চতুর্থ পর্বে ইভানোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ পর্বে উঠেছেন আনা ইভানোভিচ। শুক্রবার সার্বিয়ান এই টেনিস তারকা তুলনামূলক খর্বশক্তির প্রতিপক্ষ ডোনা ভেকিচকে হারিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেন তিনি। গত কয়েক মৌসুম ধরেই টেনিস বিশ্বে দ্যুতি ছড়াচ্ছেন ইভানোভিচ। ২০০৮ সালে এই ফ্রেঞ্চ ওপেনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান তিনি। এরপরের বছরগুলোতে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও এবার শিরোপা পুনরুদ্ধারে মরিয়া এই সার্বিয়ান তারকা। তারই ধারাবাহিকতায় শুক্রবার দারুণ জয়ে টুর্নামেন্টের শেষ ষোলোতে উঠেন তিনি। ফ্রেঞ্চ ওপেনের সপ্তম বাছাই আনা ইভানোভিচ তৃতীয় পর্বে ৬-০ এবং ৬-৩ গেমে হারান ক্রোয়েশিয়ার ডোনা ভেকিচকে। টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৬৫তম খেলোয়াড় ভেকিচকে হারিয়ে রোমাঞ্চিত ইভানোভিচ। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ক্লে কোর্টে চলতি মৌসুমে এটাই আমার সেরা ম্যাচ।’ তবে এদিন তার ম্যাচ দেখতে গ্যালারিত উপস্থিত হয়েছিলেন বয়ফ্রেন্ড জার্মানির তারকা ফুটবলার বাস্তিয়ান শোয়েইনস্টেইগার। এর আগের দিন তৃতীয় পর্বের টিকিট নিশ্চিত করেছেন টুর্নামেন্টের শীর্ষবাছাই সেরেনা উইলিয়ামস, ভিক্টোরিয়া আজারেঙ্কা, আন্দ্রেয়া পেটকোভিচ, পেত্রা কেভিতোভা এবং সারা ইরানির মতো খেলোয়াড়রা। এদিকে পুরুষ এককে টুর্নামেন্টের ১১৪তম আসরের চতুর্থ পর্বের টিকিট নিশ্চিত করেছেন পঞ্চম বাছাই জাপানের কেই নিশিকোরি। তবে ওয়াকওভার পেয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছেন তিনি। আর ক্লে কোটের ম্যাচে পিছিয়ে পড়েও তৃতীয় পর্বে উঠেছেন ম্যারিন চিলিস। তৃতীয় পর্বে নিশিকোরির প্রতিপক্ষ ছিলেন অবাছাই জার্মানির বেঞ্জামিন বেকার। লড়াইয়ের জন্য প্রস্তুতিটাও বেশ ভালই নিয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার। কাঁধের ইনজুরির কারণে কোর্টেই নামতে পারেননি তিনি। ফলে না খেলেই চতুর্থ পর্বে পা রেখেছেন নিশিকোরি। তবে বেঞ্জামিনের ইনজুরির খবরে দুঃখ প্রকাশ করেন নিশিকোরি। এ বিষয়ে তিনি বলেন, ‘বেঞ্জামিনের ইনজুরির খবরে আমি দুঃখ প্রকাশ করছি। আমি আশা করি সে দ্রতই সুস্থ হয়ে উঠবে।’ এদিকে তিন সেট লড়াই করে তৃতীয় পর্বে উঠেন চিলিস। অবাছাই ইতালির আন্দ্রেয়া আরনাবোল্ডিকে ৬-৭ (৩/৭), ১-৬ ও ১-৬ গেমে হারিয়েছেন চিলিস।
×