ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি বাদে সবাই গণতন্ত্র চর্চা করছে ॥ ইনু

প্রকাশিত: ০৫:৫৩, ৩০ মে ২০১৫

বিএনপি বাদে সবাই গণতন্ত্র চর্চা করছে ॥ ইনু

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ২৯ মে ॥ বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করছে বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিএনপি বাদে আর সবাই গণতন্ত্র চর্চা করছে। সেই ব্যাপারে সমালোচনা আত্মসমালোচনা আছে। শুক্রবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে প্রশাসনিক কর্মকর্তা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ইনু বলেন, মানুষ পোড়ানোর রাজনীতির সঙ্গে গণতান্ত্রিক রাজনীতির কোন সম্পর্ক নেই বিধায় বিএনপির নেতৃবৃন্দ ঠিক করুক যে মানুষ পোড়ানোর রাজনীতির প্রধান কারিগর খালেদা জিয়াকে তারা বাদ দিবে না তাকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে পোড়ানোর চক্রান্ত করবে। তথ্যমন্ত্রী বিচারবহির্ভূত হত্যাকা- সম্পর্কে বলেন, এ ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার। বিচারবহির্ভূত হত্যাকা-ের বিষয়ে রাষ্ট্র কোন অনুমোদন দেয় না। এ ব্যাপারে কোন অভিযোগ থাকলে অতীতেও তদন্ত করেছে রাষ্ট্র। যারা জড়িত ছিল তাদের দোষী সাব্যস্ত করেছে এবং প্রশাসন থেকে তাদের বাদ দিয়েছে। বর্তমানে যদি বিচারবহির্ভূত হত্যাকা-ের ব্যাপারে কারও কোন অভিযোগ থাকে। সে ব্যাপারে আইনানুগ তদন্ত হবে এবং দোষী ব্যক্তিদের রাষ্ট্র তার চাকরি থেকে বরখাস্ত করবে, সাজার ব্যবস্থাও করবে। ভারতের মেঘালয়ে আটক বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে দেশে ফেরত আনার ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক আইন রয়েছে, যে কোন বিচারাধীন আসামি দেশের ভিতরে বিচারের জন্য আনার যে আইনানুগ ব্যবস্থা আছে সেই ব্যবস্থার অধীনে সরকার পদক্ষেপ নেবে। এ ব্যাপারে বাড়তি কোন পদক্ষেপ সরকার নেবে না। এ সময় কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল ফেরদৌস, জেলা তথ্য অফিসার তৌহিদুল ইসলাম, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
×