ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ ব্যাংক এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার নির্বাচিত

প্রকাশিত: ০৪:১৯, ৩০ মে ২০১৫

বাংলাদেশ ব্যাংক এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার নির্বাচিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাসমূহের আন্তর্জাতিক নেটওয়ার্ক সংগঠন এলায়্যান্স ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন (এএফআই) বাংলাদেশ ব্যাংককে সংস্থাটির এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার নির্বাচিত করেছে। বুধবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত সংস্থাটির এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের চতুর্থ সভায় গুরুত্বপূর্ণ এ ওয়ার্কিং গ্রুপের কো-চেয়ার নির্বাচিত করে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ওয়ার্কিং গ্রুপে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করছেন এসএমই এ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ বিভাগের উপ-মহাব্যবস্থাক মোঃ আশরাফুল আলম। বাংলাদেশ ব্যাংক ভারত, কেনিয়া, পেরু এবং ফিলিপাইনের প্রার্থিতার বিরুদ্ধে অধিকাংশ সদস্যের সমর্থনে নির্বাচিত হয়। এতে বলা হয় গবর্নর ড. আতিউর রহমানের উদ্যোগে এমএসএমই এবং নারী উদ্যোক্তা বান্ধব নীতি ও কর্মসূচী বাস্তবায়ন, সংস্থাটির কাজে বাংলাদেশ ব্যাংকের সক্রিয় অংশগ্রহণ, সহায়ক ভূমিকা পালনের স্বীকৃতি জানায়। আগামী ২ বছর বাংলাদেশ ব্যাংক এসএমই ফাইন্যান্স ওয়ার্কিং গ্রুপের নেতৃত্ব দেবে। ২০১৬ সালে বাংলাদেশ ব্যাংক ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবে।
×