ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী দিতে হবে

প্রকাশিত: ০৮:৫৭, ২৯ মে ২০১৫

তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ সতর্কবাণী দিতে হবে

স্টাফ রিপোর্টার ॥ তামাকজাত দ্রব্যের মোড়কে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আগামী বছরের মার্চ থেকে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে বিড়ি ও সিগারেটের খুচরা বিক্রি বন্ধ, খোলা সাদা পাতা বিক্রি নিষিদ্ধ এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তামাকজাত দ্রব্যের অবৈধ বিজ্ঞাপন অপসারণের উদ্যোগও নেয়া হবে। তামাকজাত দব্যের সর্বনিম্ন মূল্য বাড়াতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডকে তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে কর বৃদ্ধির সুপারিশ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। তামাকজাত দ্রব্যের চোরাচালান বন্ধে আন্তঃসরকার ও আন্তর্জাতিক সমঝোতা ও সহযোগিতা প্রয়োজন। বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্যাপনের প্রস্তুতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ৩১ মে পালিত হবে বিশ্ব তামাকমুক্ত দিবস। দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘তামাকজাত দ্রব্যের অবৈধ ব্যবসা বন্ধ কর’। দেশের সব জেলায় এই দিবস উদ্যাপন করা হবে। ইতোমধ্যে সব জেলার প্রশাসক ও সিভিল সার্জনদের বিশ্ব তামাকমুক্ত দিবস উদ্যাপনের নির্দেশনা দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। আগামী ৩১ মে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ওসমানী মিলনায়তনে সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
×