ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশুটি কার?

প্রকাশিত: ০৬:৪৯, ২৯ মে ২০১৫

শিশুটি কার?

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিপাহিপাড়ায় আল আমিন (৬) নামের এক শিশু পাওয়া গেছে। শিশুটির বাবার নাম মাহবুব এবং মায়ের নাম তাসলিমা। তার বড় ভাই মো. আলী, ছোট ভাই শরীফ এবং বোন সুলতানা- এসব নাম বলছে শিশুটি। ঢাকার একটি স্কুলে প্রথম শ্রেণীর ছাত্র জানালেও আল আমিন স্কুলের নাম বলতে পারছে না। কোন মোবাইল ফোন নাম্বারও তার জানা নেই। গত কয়েকদিন আগে একটি বাসে ওঠার পর সে হারিয়ে যায়। ঘুরতে ঘুরতে সে মুন্সীগঞ্জ সদর উপজেলা সিপাহিপাড়ায় আসে। মঙ্গলবার বিকেলে লোকজন তাকে পেয়ে পুলিশকে জানায়। হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম মিয়া শিশুটিকে তার হেফাজতে রেখে স্বজনদের সন্ধান পেতে নানা চেষ্টা চালান। কিন্তু সন্ধান না পেয়ে বৃহস্পতিবার মুন্সীগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের আদালতে হাজির করা হয়। আদালত শিশুটিকে শ্রীনগর সরকারী শিশু পরিবারে পাঠান। শিশুটির অভিভাবকের সন্ধান না পাওয়া পর্যন্ত শিশুটি এখানেই বসবাস করবে। শিশুটি তার বাবা মাকে পাওয়ার জন্য ব্যাকুল।
×